শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

আড়াইহাজারে রাজস্ব ফাঁকির মহোৎসব

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩  

 

 

আড়াইহাজার সাব রেজিস্ট্রার অফিসে বর্তমানে সরকারি রাজস্ব ফাঁকি নিয়ে আলোচনায় স্বগরম আড়াইহাজার উপজেলা। দীর্ঘদিন যাবৎ শোনা যাচ্ছে ক্ষমতার জোর দেখিয়ে আড়াইহাজার সাব রেজিস্ট্র্রার অফিসের সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদের মালিক বুনের গেছেন সেখানকার কিছু স্টাফ দলিল লেখক সমিতির পদে বসে এই চাঁদাবাজি অবহৃত রেখেছেন।

 

এছাড়া ও সরকারি নিয়ম অনুসারে ইচ্ছাকৃতভাবে আয়কর ফাঁকি দিলে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেই ৫ বছর কারাদন্ড রাখার বিধান রয়েছে। কিন্তু সরকারের এই বিধারনকে পাত্তা না দিয়ে আড়াইহাজার সাব রেজিস্ট্রার অফিসে নিয়মিতই চলছে এই রাজস্ব ফাঁকির মহাউৎসব। জানা গেছে, আড়াইহাজার সাব রেজিষ্ট্রী অফিসের দলিল লিখক সাজ্জাত পারভেজ, পিতা- সহিদউল্লাহ, সনদ নং-৯৯ নং ও নুরুল আমিন, পিতা- আব্দুল মালেক, সনদ নং- ৬৫ নং ও আমান উল্লাহ আমান, সনদ নং- ৪৬ নং ও নকলনভিস শাহীন পারভেজ (সাজ্জাত পারভেজ এর স্ত্রী) এদের সিন্ডিকেটে রাজস্ব ফাকির মহা উৎসব চলছে দীর্ঘদিন ধরে।

 

তাদের ক্ষমতার দাপটে সাধারন দলিল লিখক, জিম্মি ও দিসেহারা হয়ে পরেছে। দলিল লিখক সাজ্জাত পারভেজ, নুরুল আমিন ও আমান উল্লাহ আমান সমিতির চাদার নামে প্রতি দলিলে ৩০০ টাকা করে অবৈধ ভাবে অফিস সহকারী নাসিমা আক্তার এর মাধ্যমে উত্তলন করেন। দলিল লিখক নুরুল আমিন গং দলিল এর শ্রেনী পরিবর্তন করে দলিল সম্পাদন কর সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাকি দিয়ে গড়ে তুলেছেন অজস্ব বাড়ী, ফ্লাট, জমি, দোকান ইত্যাদি আরোও অনেক সম্পদ। তাদের রাজস্ব ফাকির কাজে সম্পূর্ন সহযোগিতা কওে বালাম কাটাকাটি করে তাদেরকে পূর্ন সহযোগিতা করেন সাহিন পারভেজ। উল্লেখ্য আমান, নুরুল ও সাজ্জাত পারভেজ আড়াইহাজার উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বিগত দিনে তারা কর ফাকির জন্য বহিষ্কার হয়েছিল

 

এবং কিছুদিন পূর্বে ১৪১৬৩/১৩ ও ৭৮০৩/১৮ দলিলে রাজস্ব ফাকি দেওয়ার জন্য ৫০৭/৯ নং স্মারকের চিঠির মাধ্যমে দূর্নিতী দমন কমিশনের নির্দেশ অনুযায়ী ২২-০৮-২০২৩ ইং তারিখে তাদের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্ত হওয়ার পর তারা আরোও বেপরোয়া হয়ে উঠে। তাদের রয়েছে অজএ কর ফাকির ও শ্রেনী পরিবর্তন এর দলিল। এক প্রত্তায়িত নকলে দেখা যায় দলিল লিখক সাজ্জাত পারভেজ ও তার একান্ত সহযোগী নুরুল আমিন ও আমান উল্লাহ আমান এর সমন্যয়ে দাড়িয়াদিরচর মৌজায় বিগত ০৩-০৮-২০১৬ ইং তারিখে রেজিষ্ট্রীকৃত ৭১১৮ নং বিল এওয়াজ হেবা দলিলে ১২.০২ শতাংশ জমি নালজমির পরিবর্তে ভিটি দেখানো হয়েছে।

 

উলেখ্য নালজমির প্রায় মূল্য ২০,০০,০০০/ টাকা এর পরিবর্তে ভিটির মূল্য- ৩,৬০,০০০/- টাকা দলিলে দেখিয়ে প্রায় ১৬,৪০,০০০/- টাকা দলিলে মূল্য কম দেখানো হয়েছে। আমরা সাধারন দলিল লিখক এর পক্ষ থেকে এই আবেদন করিতেছি যে, অবৈধ অ¯ত্রধারী সন্ত্রাসী নুরুল আমিন গংদেরকে আইনের আওতায় আনা হউক ও তাদের ২০১২-২০১৩ সালের সকল দলিল এর মূল্য ঠিক আছে কিনা যাচাই করা হোউক। আরোও জানতে পারা যায় যে, নুরুল আমিন অবৈধ ভাবে টাকা রোজকার করে আড়াইহাজারে একটি চার তলা বাড়ী ক্রয় করেছেন যাহা শুধু নালজমি দেখিয়ে রেজিষ্ট্রী করেছেন।

 

চিতাগাং রোডে চারটি ফ্লাট ক্রয় করেছেন। আড়াইহাজার থানার কল্যান্দী গ্রামে বাগান বাড়ী সহ প্রায় ত্রিশ বিঘা সম্পত্তির মালিক হয়েছেন। আরোও অনেক সম্পত্তির মালিক হয়েছেন। তার ভাই মেহেদী, শশুর এর নামে বেনামে রয়েছে নগদ অর্থ ও সম্পত্তি। তার কিছু দলিল উল্লেখ করা হলো ১১০৯১/২০২২ এই দলিল এর মাধ্যমে তৈরিবাড়ী ক্রয় করে দলিল এর মূল্য কম দেখানোর জন্য নাল জমি উল্যেখ করে রেজিষ্ট্রী করা হয় এবং ২১/১০/২০১৮ তারিখে যাহার দলিল নম্বর - ১০৬২৩, ৬২৮৪/২০২২, ৬৩১৬/২০২২, ৫৮২৫/২০২২, ৬৬২১, ৬৬২৩/২০২১ আরোও অনেক দলিল রয়েছে।
 

এই বিভাগের আরো খবর