রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইসদাইরে মামুন হত্যার ঘটনায় বিজয় গ্রেফতার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  


ছোট-বড় (সিনিয়র-জুনিয়র) দ্বন্দ্বকে কেন্দ্র করে মামুন (২২) নামক এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় এজাহারনামীয় এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৫ মার্চ) রাতে তাকে শহরের শেখ রাসেল পার্ক থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর নাম বিজয়(১৯)। সে মডেল থানার ইসদাইর এলাকার মিন্টুর পুত্র।

 

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, হত্যাকান্ডের ঘটনার পর পরই মামলার এজাহার নামীয় ৫ নং আসামী বিজয় আত্নগোপনে চলে যায়।

 

 

বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাসেল পার্কে অভিযান চালিয়ে বিজয়কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর বিকেল পাঁচটায় ফতুল্লা মডেল থানার ইসদাইর স্টেডিয়াম সংলগ্ন নুর ডাইংয়ের পেছনে সাইফুল, পায়েল, জয় সাদসহ ১০-১৫ জন মামুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

 

 

আহত হয় নুরনবী (২১) নামক অপর এক যুবক। তাদের কে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে মারা যায় মামুন। আশংকাজনকবস্থায় নুরনবীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর