বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

ইয়ামিনের গ্রেফতারে সুমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩  

 

 

আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা ছাত্রদল নেতা মো ইয়ামিন হাসানসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোপালদী পৌরসভা ছাত্রদলের আহŸায়ক আবুল বাশার সুমন।

 

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে সুমন জানান এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, সরকারের পতন ঘনিয়ে আসছে। তাই নিজেদের পতন ঠেকানোর জন্য সরকারের পুলিশ বাহিনী এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের পথ বেঁচে নিয়েছে। তারা আরও বলেন, যতই গ্রেফতার করুক না কেন আমাদের আন্দোলন থামিয়ে রাখতে পারবে না। আমরা এই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইসেই সাথে অতিদ্রুত তাদের মুক্তির দাবি করছি। অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।

এই বিভাগের আরো খবর