শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

অতিঃ পুলিশ সুপার শরফুদ্দীন

ঈদে মানুষের নিরাপত্তা দেয়াটাই ঈদ আনন্দ

প্রকাশিত: ১৫ জুন ২০১৮   আপডেট: ২১ জুন ২০১৮

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): পছন্দের খাবার বলতে তেমন কিছু নেই। যা রান্না হয় তাই খাই। তবে মায়ের হাতের রান্না করা যেকোনো খাবার আমার কাছে খুব পছন্দের। যুগের চিন্তা ২৪’র সাথে ঈদ আড্ডায় ঈদের দিনে পছন্দের খাবার নিয়ে কথা বলছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো: শরফুদ্দীন।

 

এবারের ঈদুল ফিতরের কেনাকাটা নিয়ে শরফুদ্দীন জানান,আমি তেমন কিছু কেনাকাটা করি না। তবে ছেলেমেয়েদের কিনে দিয়েছি। ঈদে কোথায় কাটাবেন জানতে চাইলে তিনি বলেন, ঈদ এখানেই কাটাবো। কারণ মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদ করতে বাড়ি যাচেছ তাদের তো নিরাপত্তা দিতে হবে। ছোটবেলার ঈদ উদযাপন নিয়ে মো: শরফুদ্দীন জানান, ছোটবেলায় বাবার সাথে নামাজ পড়তে যেতাম। তারপর বাড়িতে এসে সেমাই খেতাম। তারপর বড়দের সাথে সৌজন্য সাক্ষাত হত। তবে সালামি নেয়ার ব্যাপারটা ছিলো না। আর এখনতো বড় হয়েই গেছি। ঈদে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া প্রসঙ্গে তিনি জানান, পুলিশের লোক হিসেবে ঈদের দিনে এমন কোনো পরিকল্পনা কখনওই করা হয়নি। কারণ ঈদের সময়টাতে মানুষের নিরাপত্তা, তাদের ঘরবাড়ির নিরাপত্তা দেয়াটা অত্যন্ত জরুরী। আর এটাই ঈদ আনন্দ। বিশ্বকাপ ফুটবল পছন্দের দল নিয়ে মো:শরফুদ্দীন বলেন, আমি তো ব্রাজিল করি। যখন থেকে ফুটবল খেলাবুঝি তখন থেকেই ব্রাজিল ফুটবল দলের সার্পোট করে আসছি। পরিবার ছাড়া কখনও ঈদ উদযাপন কার হয়েছি কিনা জানতে চাইলে তিনি বলেন, না কখনওই হয় নি। তবে পরিবর্তন এসছে আগে বাবা মায়ের সাথে ঈদ উদযাপন করতাম আর এখন ছেলেমেয়ের সাথে। এ সময় যুগের চিন্তা ২৪’র সাথে ঈদ আড্ডা শেষে মো শরফুদ্দীন তাঁর পরিবার, আত্মীস্বজন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার ঈদ ভালো কাটুক নির্বিঘেœ কাটুক। সবাই নিরাপদে বাড়ি ফিরুক এটাই কামনা করি।

এই বিভাগের আরো খবর