শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ঈদের নামাজও যার যার বাসায় পড়তে হবে: সৌদির গ্র্যান্ড মুফতি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক:  করোনভাইরাসের জন্য মসজিদে সমাগম বন্ধ করেছে মুসলিম বিশ্বের দেশগুলো। সৌদি আরবেও মক্কা-মদিনায় নামাজ পড়া নিষেধ করেছে। সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে করোনাভাইরাস সংকটের মধ্যে আসন্ন রোজার তারাবি নামাজ এবং ঈদের নামাজও যার যার বাসায় পড়তে হবে। খবর বার্তা সংস্থা রয়টার্স 

মধ্যপ্রাচ্যের এ দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রশ্নের জবাবে আজ শুক্রবার গ্র্যান্ড মুফতির এ উত্তর বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়।

উত্তরে শেখ আবদুলআজিজ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতেই তারাবির নামাজ পড়া যাবে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে।’ সৌদি আরবে ইসলামী আইনশাস্ত্রের কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে সে বিষয়ে ফতোয়া দেওয়ার চূড়ান্ত এখতিয়ার এই গ্র্যান্ড মুফতির হাতে ন্যস্ত।

এই বিভাগের আরো খবর