শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

একটি লুঙ্গির দাম ৭ হাজার টাকা !

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : লুঙ্গি ছোটলোকের পোশাক বলে নাক সিঁটকায় কত জন! ঢাকায়তো একটি অভিজাত এলাকায় লুঙ্গি পরে রিক্সা চালানো নিষিদ্ধ করা হলোৃ তাতে নাকি তাদের জাত থাকে না ! কিন্তু এবার সত্যিই লুঙ্গি বুঝি জাতে উঠলো ।


বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ জারা এবার লুঙ্গি বিক্রি শুরু করেছে। আর তা পরতে শুরু করেছে ফ্যাশনদুরস্ত নারীরা। কেবল তা-ই নয় ঢাকার তিন শ’ টাকা (৩ পাউন্ড) দরের লুঙ্গি এই ফ্যাশন হাউজে বিক্রি হচ্ছে অন্তত সাত হাজার টাকায় (৭০পাউন্ড )।


বাংলাদেশ, ভারত, নেপাল পাকিস্তানের প্রিয় পোশাক লুঙ্গি । মিয়ানমার, ভিয়েতনাম থাইল্যান্ডেও দেখা যায়। তবে এর কোথাও এই পোশাকের দাম বেশি নয়। সে যাই হোক ফ্যাশন বেনিয়া জারা পোশাকটি বিক্রি করছে ৬৯.৯৯ পাউন্ড দরে ।


কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত, আর নাভির কাছে লুঙ্গির গিট্টু দেওয়া কুচিপড়া স্টাইল জারার লুঙ্গিতেও । ইউরোপের ফ্যাশনপ্রিয় মেয়েরা পরছে দেদার । তারা কি জানে- ৭০ পাউন্ডে তাদের কিনতে হলেও এটা ঢাকায় মেলে মাত্র ৩০০ টাকায় বা ৩ পাউন্ডে । এরই মধ্যে প্রধান প্রধান ফ্যাশন শোতেও জারার এই লুঙ্গি দেখানো হয়েছে।