বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

এড. রিতার আত্মার মাগফেরাত কামনায় আইনজীবী সমিতির দোয়া ও মিলাদ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩  


নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল এর স্ত্রী ও বিজ্ঞ আইনজীবী এড. ওয়াহিদা আহাম্মদ রিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর দুইটায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনের নিচে ওই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

 

উক্ত দোয়া মাহফিলে আইনজীবীদের অংশগ্রহণ ছিলো চোখে পরার মতো। কেননা আগে কোন অনুষ্ঠানে এত সংখ্যক আইনজীবীদের একত্রিত হতে দেখা যায়নি। যা দেখে বিস্মিত হয়েছেন দোয়া মাহফিলে উপস্থিত বিজ্ঞ বিচারকগণরাও। মাহফিলের শুরুতে এড. ওয়াহিদা আহাম্মদ রিতার আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া

 

 

প্রার্থণা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। পরে, এড. ওয়াহিদার আত্মার মাগফেরাত কামনায় করে দোয়া পাঠ করা হয়। দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারকগণ ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর