শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

‘এসপি হারুনের ব্যানার খুললে সুইসাইড করমু’ (ভিডিও)

প্রকাশিত: ২১ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : তপ্ত দুপুরে চাষাঢ়া মার্ক টাওয়ারের সামনে পুলিশের পিক আপ ভ্যান। দশ বারো পুলিশ সদস্য মার্ক টাওয়ারের সামনে দড়ি দিয়ে টানানো একটি ব্যানার খোলা নিয়ে কাজ করছে। সেখানে হৈ চৈ করছে দশ-পনের জন লোক। চিৎকার দিয়ে বলছে ‘এই ব্যানার খুলতে পারবেন না। আমরা খুলতে দিমু না। এসপি হারুনের ব্যানার খুললে সুইসাইড করমু।’ চিৎকার করা লোকজনের এমন হুমকিতে হকচকিত পুলিশ। অগত্যা ব্যানার খোলা থেকে নিবৃত্ত হতে হয় পুলিশকে।

মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে মার্ক টাওয়ারের সামনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। 

 

ঘটনার নেপথ্যের কাহিনী সম্পর্কে জানা গেছে। ব্যানারে লেখা ছিল ‘পবিত্র রমজান মাসে শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার জন্য (বাংলার সিংহাম) নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশীদ ও পুলিশ কর্মকর্তাসহ সকলের প্রতি মার্ক টাওয়ার এর দোকান মালিক ও কর্মচারীদের পক্ষ থেকে রইল প্রাণঢালা ভালোবাসা ও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।’

 

তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি পুলিশ প্রশাসন। জেলা পুলিশের একটি টিম তাই এই ব্যানারটি খুলতে এসেছিলো। কিন্তু ব্যাবসায়ীদের ভালোবাসার এমন বাধা এড়াতে পারেনি পুলিশ। অগত্যা ব্যানার না খুলেই চলে যেতে বাধ্য হয় পুলিশ সদস্যরা। 

 

ঘটনাস্থলে আসা জেলা পুলিশের বিশেষ শাখা পরির্দশক (ডিআইও-২) সাজ্জাদ রোমন বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম এসপি সাহেবের সুনাম করে ও পুলিশের ভালো কাজের প্রশংসা করে মার্ক টাওয়ারের সামনে একটি ব্যানার টানানো হয়েছে। মার্ক টাওয়ার কর্তৃপক্ষকে এর কারণ জিজ্ঞাসা করেছি এবং এটি খোলার জন্য গেলে তারা বাধা দেয়। তারা বলছেন, নারায়ণগঞ্জের ইতিহাসে এসপি হারুন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ভালোকাজকে সবাই সাধুবাধ জানাই। ঈদের সময় ছিনতাইকারীদের কবল থেকে সাধারণ মানুষ রেহাই পাচ্ছে, ব্যবসায়ীদের নির্বিঘেœ ব্যবসা করতে পারছে সেই সুবাদের এসপি হারুনকে ধন্যবাদ জানানোর জন্য তারা এই ব্যানার করেছে।’ 

 

মার্ক টাওয়ারের দোকান মালিক সমিতির সভাপতি তানভীর হাই বলেন, ‘পুলিশ এই ব্যানারটি খুলতে এসেছিলো। কিন্তু দোকান মালিক এবং কর্মচারীদের দাবি এই ব্যানারটি এভাবেই থাকবে। কারণ হিসেবে তিনি বলেন, নারায়ণগঞ্জে এখন যতগুলো পজিটিভ হচ্ছে তা আমরাসহ পুরো নারায়ণগঞ্জবাসী সাধুবাদ জানিয়েছে। আমাদের ব্যবসায়ী ও কর্মচারীদেরও এমন দাবি। এসপি হারুনের পুলিশ বাহিনীর কারণেই রাত বিরাতে আমাদের কর্মচারীরা নির্বিঘেœ বাড়ি ফিরতে পারছে। কোন সমস্য হচ্ছেনা। কাস্টমাররাও ঝামেলা ছাড়া মার্কেটে আসতে পারছেন। আমরাও নির্বিঘেœ ব্যবসা করতে পারছি। তাই আমরা সবাই মিলেই এসপি হারুনের কাজকে সাধুবাদ জানিয়ে এই ব্যানার লাগিয়েছি। আমরা এই ব্যানার নামাতে দেবোনা।’ 
 

এই বিভাগের আরো খবর