ভালোবাসাময় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এখন তিনি আছেন মক্কা নগরীতে। সেখান থেকে নিয়মিত ছবি প্রকাশ করছেন তিনি। নতুন স্বামীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি।
গত ২৪ নভেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে মক্কায় ওমরাহ করতে যাওয়ার খবর জানান মাহি। ওই সময় তিনি বিমানবন্দরে তোলা বোরকা পরা কয়েকটি ছবি শেয়ার করেন।
এবার সদ্য বিবাহিত এই জুটিকে উষ্ণ মরুতে রোমাঞ্চ করতে দেখা গেল। একই স্থানে নানা ভঙ্গিমায় তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। তাতে দেখা যায়, কালো বোরকায় আপাদমস্তক নিজেকে ঢেকে রেখেছেন নায়িকা। শুধু মুখটাই দেখা যাচ্ছে। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা।
বিস্তীর্ণ মরুভূমি সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে সূর্যকে পেছনে রেখে ভালোবাসাময় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন মাহি ও তার স্বামী রাকিব সরকার।
কখনো হাঁটু গেঁড়ে বসে থাকা রাকিবের কপালে চুম্বন করছেন,কখনো স্বামী তাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছেন আবার কখনো মাহি তার স্বামীকে জড়িয়ে ধরেছেন। এমনি নানা রোম্যান্টিক ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন এই জুটি।
ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্।’ আরও আছে চারটি লাভ ইমোজি।