রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ওয়াকওয়ের কাজের ধীর গতিতে বিপাকে নিতাইগঞ্জের ব্যবসায়ীরা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৭ জুন ২০২৩  



২০২১ সালে নিতাইগঞ্জের খালঘাট থেকে সৈয়দপুর এলাকার কদমতলী ঘাট পযন্ত ওয়াকওয়ে নির্মানের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নদী বন্দর (বিআইডব্লিউটিএ)। কিন্তু বর্তমানে কাজের ধীরগতির কারনে বিপাকে পড়েছে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি ব্যবসার নিতাইগঞ্জের ব্যবসায়ীরা।

 

 

ওয়াকওয়ের কাজের শুরুতে সেখান থেকে জেটি সরিয়ে নেওয়া হয়েছিলো কিন্তু বর্তমানে জেটি’টি থাকলে পণ্য লোড-আনলোড করতে হচ্ছে কিছুটা ঝুঁকিতে। এছাড়াও পন্য নিয়ে আসার জন্য লেবারদেরও দিতে হচ্ছে বেশি টাকা। এতে করে ব্যবসায়ীরা নদী পথ থেকে বেশি ট্রাক দিয়ে মালামাল আনা-নেওয়া করছে।  

 


এ বিষয় চাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন যুগের চিন্তাকে বলেন, এ সমস্যা শুধু এখনই না আগে যখন তারা ওয়াকওয়ে নিমার্ন করেছে তখনও আমাদের প্রায় ১ কোটি টাকার মতো টাকা লস হয়েছে এখনও আমাদের অনেক টাকার লস হচ্ছে। তারা কী এ টাকা ফিরত দেবে? আমরা শুধু তাদেরকে বলতেই পারবো এছাড়া আর কিছু করতে পারবো না।

 


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, আগে পন্য লোড-আনলোডে সমস্যা হতো কিন্তু বর্তমানে এ সমস্যা কিছুটা কমেছে আর সমস্যা হলেও বা কি তাদের তো আমরা কিছু বলতে পারবো না। কাজ শুরু করেছে সেই কবে কিন্তু এখনও যে অবস্থাতে ছিলো সে অবস্থাতেই রয়েছে। আগে লেবারদের যে পরিমানের টাকা দিতাম এখন লাভের অধিকাংশ টাকা তাদের দিতে হচ্ছে।  

 


এ বিষয়ে বিআইডব্লিউটিএ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রকৌশলী মো. শিপন যুগের চিন্তাকে জানান, কাজ কোথাও থেমে নেই। ওয়াকওয়েটা তো আর ছোট হবে না, খালঘাট থেকে শুরু করে কদমতলী পযর্ন্ত হবে এই ওয়াকওয়ে। নিতাইগঞ্জ দিয়ে কাজ থেমে থাকলেও অন্যান্য জায়গা দিয়ে কাজ ঠিকই চলছে।  এন.হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর