শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

করোনাকে স্ত্রীর সাথে তুলনা করে সমালোচিত ইন্দোনেশিয়ার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ মে ২০২০  

নভেল করোনাভাইরাস বউয়ের মতো মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি। এ মন্তব্য করে বেশ বিপদেই পড়েছেন তিনি। গত বুধবার তার বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশ পায়। এরপরই বিভিন্ন নারীবাদী সংগঠন থেকে এর প্রতিবাদ জানানো হয়।


ইন্দোনেশিয়ান এ মন্ত্রী মজা করেই কথাটা বলেছেন। তবে তার কথাটা মজার পর্যায়ে আর নেই। দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মাহফুদ।


অষ্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসির খবরে বলা হয়, মাহফুদ এমডিকে বলা হয় করোনা নির্মূলে তাদের সরকারের পরবর্তী পদক্ষেপ কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনা একেবারে স্ত্রীর মতো। প্রথমে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তার পর উপলব্ধি করবেন যে সেটা হবে না। তখন হাল ছেড়ে দেবেন এবং মানিয়ে নেবেন ধীরে ধীরে।


উইমেন সলিডারিটি সোসাইটি ইতিমধ্যে ইন্দোনেশিয়ান মন্ত্রী মাহফুদ এমডির এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা ‘সেক্সিস্ট’ ও ‘মিসোগনিস্টিক’ মনোভাব পোষণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর