শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনায় যুক্তরাজ্যে ২০ হাজার ছাড়ালো প্রাণহানি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। প্রত্যেক দিন লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মানুষ। এরই মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


যুক্তরাজ্যের মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৭৮১ জন করোনা আক্রান্তের  মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইংল্যান্ডেই মারা গেছে  ৭১১ জন। এছাড়া স্কটল্যান্ডে ৪৭ জন ও ওয়ালসে ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে যুক্তরাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ২৮৭।


মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছার আগেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে গত ১৭ মার্চ জনসন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে থাকটা একটি ভালো ফল হতে পারে ‘যেখান থেকে আমরা আশা পেতে পারি।’
 

এই বিভাগের আরো খবর