শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

করোনায় সারাবিশ্বে ৯৫ হাজারেরও বেশি প্রাণহানি

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রাণহানীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সারাবিশ্বে এরই মধ্যে ৯৫ হাজার ৭২২ জনের মৃত্যু হয়েছে।  সারাবিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগির সংখ্যা শুক্রবার (১০ এপ্রিল) এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন। সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন।
করোনাভাইরাসের সর্বাধিক রোগি শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন কোভিড-১৯ রোগি দেশটিতে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৯১ জন।
কোভিড-১৯ এ সর্বাধিক মৃত্যু হয়েছে ইউরোপের ইটালিতে। দেশটিতে ১৮ হাজার গত একদিনে ৬১০ জনের মৃত্যু হয়েছে। ইটালিতে করোনাভাইরাসে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন রোগি শনাক্ত হয়েছে। 
করোনায় মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে ১৫ হাজার ৪৪৭ জন করোনা রোগির মৃত্যু হয়েছে। স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগি সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২২২ জন।
ইউরোপের জার্মানিতে করোনাভাইরাসে রোগি শনাক্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার জন। কিন্তু রোগি শনাক্ত হলেও মৃত্যুর হার অনেকটাই ঠেকাতে পেরেছে জার্মানি। ২ হাজার ৬০৭ জন করোনা রোগির মৃত্যু হয়েছে ইউরোপের এই দেশটিতে। 
যুক্তরাজ্য ইউরোপের অন্যতম পাওয়ারফুল দেশ হিসেবে পরিচিত। সেখানে ক্রমাগত হারে মৃত্যুর হার বাড়ছে। গত একদিনে ৮৮১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। বৃটেনে এখন পর্যন্ত ৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা ৬৫ হাজার ৭৭জন। 
এশিয়ার দেশগুলার মধ্যে চীন ও ইরান ছাড়া অন্য কোনো দেশে তেমন বিস্তার লাভ করতে পারেনি করোনাভাইরাস। কিন্তু সামাজিক দূরত্ব ও জনগন সচেতন না হলে বিপদজ্জনক হারে বাড়তে পারে এশিয়ার জনসংখ্যা বহুল দেশগুলোতে। 

এই বিভাগের আরো খবর