বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

কাঁচপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  


সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চালিয়েছে।

 

 

এ জন্য টার্মিনাল নির্মাণের নির্ধারিত জায়গার ওপর সড়কের আশেপাশের প্রায় অর্ধ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় গতকাল সোমবার দিনব্যাপী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করেন।

 

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির ওপর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ে কাঁচপুরে আন্তঃ জেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।

 

 

এজন্য বালু ভরাট থেকে শুরু করে বিভিন্ন কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে ৫ দিন আগে থেকে নোর্টিশ দেওয়া হয়। নোর্টিশের প্রেক্ষিতে এ অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়।

 


এর আগে গত ৯ আগস্ট দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র শেখ ফজলে ন‚র তাপস। ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, চালক, হেলপার ও কর্মচারীদের জন্য ছাউনি নির্মাণসহ টার্মিনালকে বাস রাখার উপযোগী করে তোলা হবে। এ টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলায় বাস চলাচল করবে।   এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর