শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কাঁচপুরে মহাসড়ক ঘেঁষে ময়লার ভাগাড়, ভোগান্তি চরমে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩  


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরীর ২ নাম্বার গেট এলাকায় গড়ে উঠেছে বিশাল ময়লার স্তুপ।ময়লার দুর্গন্ধে আশপাশে অবস্থিত  অনেক গার্মেন্টস শ্রমিকদের ও সাধারণ মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 


সোমবার সরজমিনে দেখা যায়,কাঁচপুর বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের কঠিন বর্জ্য, পরিত্যক্ত জুট,আশেপাশের এলাকার বাসাবাড়ির ময়লা প্রতিদিনই ফেলা হচ্ছে  সেখানে।ময়লার দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনকে রুমাল, কাপড় দিয়ে মুখ চেপে বা মাস্ক পরে চলাচল করতে হচ্ছে।এখানে ফেলা ময়লাগুলোকে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে ফলে চলাচরত মানুষেরা বায়ুদূষণে বায়ুবাহিত রোগ শ্বাস কষ্টসহ স্বাস্থ্যঝুঁকির আশংকা করছে।

 


স্থানীয় কাঁচপুর বিসিক এলাকার শাকিল আহমেদ বলেন,দীর্ঘদিন ধরে বিসিক ২ নাম্বার গেট এলাকায় ময়লা ফেলা হচ্ছে।লোকজনকে মুখে হাত চেপে বা রুমাল ব্যবহার করে চলাচল করতে হচ্ছে। শিগগির এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া ও ময়লা অপসারণের দাবি জানাই।

 


নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন,এখানে ময়লা ফেলানোকে কেন্দ্র করে বিভিন্ন বাসা বাড়ি থেকে প্রতিমাসে ১০০ থেকে ১৫০ টাকা করে নিচ্ছে একটি সিন্ডিকেট। সরকারি ভাবে একটি ডাম্পিং জোন থাকলে এই সিন্ডিকেট বন্ধ হবে বলে জানান।

 


বিসিকের বাঁধন গার্মেন্টস শ্রমিক রিয়াজুল ইসলাম জানান,আমরা প্রতিদিন এই যায়গা দিয়ে ২ নাম্বার গেট দিয়ে যাতায়াত করি।অনেক কষ্ট হয় ময়লার দুর্গন্ধে।

 


স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা জানায় , এ রাস্তা দিয়ে প্রতিদিনই স্কুলে যেতে হয় । ময়লার দুর্গন্ধ অনেক খারাপ লাগে। এখানে এসেই নাক চেপে ধরা ছাড়া রাস্তা পার হওয়ার কোনো উপায় নেই।

 


কাঁচপুর বিসিক শিল্পাঞ্চল মালিক সমিতির সভাপতি সবুর খান বলেন, ময়লার ব্যপারে সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অবগতি করা হয়েছে এখানে ময়লা না ফেলানোর জন্য।রাতের আধারে কে বা কারা ময়লা ফেলছে আমার জানা নেয়।

 


কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন,কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকাসহ আশেপাশের মানুষ আমরা বুঝে না বুঝেই এভাবে যত্রতত্র ময়লা, আবর্জনা ফেলছি। এভাবে ময়লা, আবর্জনা ফেলে আমরা পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছি। সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হলে আমাদের সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই।

 

 

আমরা অনেক শিক্ষিত ও ধনী হচ্ছি কিন্তু সচেতন হচ্ছি না।সাংবাদিকদের মাধমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের জানাতে চাই ময়ালা ফেলানোর জন্য কাঁচপুরে একটা নির্দিষ্ট স্থানে  ডাম্পিং জোন তৈরি করে দেওয়ার জন্য।যা কাঁচপুরে আবশ্যক।

 


নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) বিভাগীয় উপ-প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন,আমরা অভিযোগ পেয়েছি সরকারি যায়গায় ময়লা ফেলানো হচ্ছে, ব্যবস্থা নেওয়ার জন্য পরিদর্শনে যাওয়া হবে।সংশ্লিষ্ট থানা বরাবর চিঠি দেওয়া হবে ময়লা অপসারণের জন্য।

এই বিভাগের আরো খবর