বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

কাগজের কার্টনে নবজাতকের লাশ

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

 

ফতুল্লায় কাগজের কার্টনের ভিতর থেকে নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ অক্টোবর) রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আজম মিয়া জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে এক দিন বয়সের নবজাতক ছেলে শিশুর লাশ কাগজের কার্টনের ভিতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

 

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর