শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কানাডায় লকডাউনের মেয়াদ বাড়ছে

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন তোলার কোনো সম্ভাবনা নেই জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার তিনি দেশবাসীকে জানালেন, কোভিড-১৯ রোগে অন্য দেশের মতো ক্ষতি না হলেও আরো কয়েক সপ্তাহ বাড়বে লকডাউনের সময়সীমা।


কানাডার সরকার প্রধান বলেছেন, ‘আমরা শিগগিরই সবকিছু চালু করছি না এবং অবশ্যই ১ মেতে না। আগেভাগে বিধিনিষেধ তুললে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, হয়তো কোভিড-১৯ এর আরেকটি ধাক্কা লাগতে পারে হঠাৎ করে।’


অটোয়ায় সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, ‘আমরা যদি তাড়াতাড়ি সবকিছু খুলি, তাহলে এতদিন যা করেছি সবই বৃথা যাবে। আমরা যা করছি তা আরো কয়েক সপ্তাহ ধরে করতে হবে।’


এদিকে, কানাডায় বুধবার পর্যন্ত ২৮২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০০৮ জনের। কোভিড-১৯ নিয়ন্ত্রণে বেশ সফল কানাডা। কিন্তু এখনো সতর্ক ট্রুডো, ‘এটা এখনো একটা সংখ্যা, আমরা এখনো এটা (বিজয়) থেকে কয়েক সপ্তাহ দূরে।’

এই বিভাগের আরো খবর