কার আশকারায় খোলা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক
লিমন দেওয়ান
প্রকাশিত: ৩ মার্চ ২০২৪
নারায়ণগঞ্জ শহরের আনাচে কানাচে নোংরা পরিবেশে হুটহাট ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যাদের এগুলো পরিচালনা করার ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত নেই কোন কাগজ নেই, তারপরও সকল বাধাবিপত্তি অতিক্রম করেই দেদারসে খোলা রাখা হয়েছে অবৈধ পতিষ্ঠানগুলো।
একই সাথে দালালদের মাধ্যমসহ নারায়ণগঞ্জে থাকা বিভিন্ন সরকারি হাসপাতাল ও বিভিন্ন স্থানে থাকা চেম্বারের ডাক্তারগুলোকে ম্যানেজ করে নানা পরীক্ষার নামে বিভিন্ন কায়দায় এনে তাদের কাছে অতিরিক্ত টাকা আদায় করে। চিকিৎসার মান নিয়ে ও রয়েছে নানা প্রশ্ন। তারপরেও জেলা সিভিল সার্জন এই প্রতিষ্ঠানগুলো নিয়ে নিরব রয়েছে।
তা ছাড়া নানা চাপে কিছুদিন পূর্বে শহরের খানপুরে ৩টি লাইসেন্সবিহীন হাসপাতালগুলো সিভিল সার্জনের নেতৃত্বে সিলগালা করলেও সাথে সাথেই বাধা উপক্ষো করে আবারো তালা খুলে চালু রেখেছে খানপুরের নানা সমালোচিত ইমন ডায়াগনস্টিক সেন্টার যার নাম ও স্থান পরিবর্তন করে নাম রাখা হয়েছে আহিল ডায়াগনস্টিক সেন্টার ও মেডি লাইফ ডায়াগনস্টিক সেন্টার। এরা সিলগালার পরে ও কোন সাহসে তাদের অবৈধ ডায়াগনস্টিক খোলা রেখেছে তা নিয়ে শহর জুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এদিকে কোন সাহসে সিলগালার পরে ও ডায়াগনস্টিকগুলো খোলা জানতে চাইলে তারা বলেন, সিভিল সার্জনের কর্মকতা মামুন ভাইয়ের সাথে আমাদের ভালো সখ্যতা সেই হিসেবেই আমরা আমাদের কার্যক্রম অবহৃত রেখেছি, তারা আরো উচ্চস্বরে বলেন যদি আমরা ডায়গনস্টিক খোলা না রাখি তাহলে কাগজ পাবো কিভাবে। অপর দিকে মিশনপাড়ায় লাইসন্সেবিহীন ডায়াবেটিক হাসপাতাল, দেওভোগে এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালেসিসসহ এমন আরো বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এখন অবৈধতার তালিকায় থেকে ও দেদারসে চালু।
এদিকে সিভিল সার্জনের অভিযানকে তোয়াক্কা না করেই অবৈধভাবে চালু রেখেছে অপর দিকে অনেকে সিলগালা করার পরে ও কোথা থেকে তারা এই সাহস পায় আর চাবি পায়, নিশ্চই তারা প্রভাবশালী কিছু ব্যক্তির প্রশ্রয়ে তারা আছে তা না হলে, সিভিল সার্জন অফিসের সাথে তাদের ভালো লেনদেন আর তা না হলে সিভিল সার্জন অফিসকে তারা কোনভাবেই তোয়াক্কা করে না এমনটাই প্রশ্ন উঠছে জনমনে।
এদিকে জানা গেছে, দ্বাদশ নির্বাচন ও নতুন মন্ত্রনালয় গঠনের পর পরই নবাগত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দেশের বিভিন্ন লাইসেন্সহীন সকল হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দেন। আর এমনকি তার প্রথম থেকেই পুরোদমে তৎপর হয়ে আছেন দেশের সকল প্রকারের লাইসেন্সেবিহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে।
এদিকে তার ঘোষণার পরদিন থেকেই লাইসেন্সহীন না থাকা, সনদ নবায়ন না করা, চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনাসহ বিভিন্ন অভিযোগগুলোকে কেন্দ্র করে সারাদেশে বেশ কিছু চিকিৎসা প্রতিষ্ঠানের লিস্ট করে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের লাইসেন্সেবিহীন অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন তার পর থেকেই বহু হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বন্ধের নোটিশ পাঠিয়ে দেন।
কিন্তু তারা সেই আলোকে বাস্তবায়ন না করেই তাদের কার্যক্রম অবহৃত রেখেছেন। সেই পরিপ্রেক্ষিতে গত (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নেতৃত্বে শহরের খানপুরে জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল লাইসেন্সেবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলাতে অভিযান দেন সেখানে তারা অভিযুক্ত আয়েশা ডায়াগনস্টিক সেন্টার, ইমন যার বর্তমান নাম আহিল ডায়াগনস্টিক সেন্টার ও মেডি এইড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়।
কিন্তু গতকাল সরেজমিনে গিয়ে দেখা মিলে, সিভিল সার্জনের নেতৃত্বে সিলগালা করে দেওয়ার পর ও কিন্তু দিব্বি চলমান খানপুরের ইমন ওরফে আহিল ডায়াগনস্টিক সেন্টার। তা ছাড়া আরো জানা গেছে, এলাকার সেবা নিয়ে থাকে কিন্তু সকলেই যানে এটার বৈধ একটি ডায়াগনস্টিক সেন্টার কিন্তু এটা যে অবৈধর খাতায় নাম চলে গেছে এমনটা তো জানা নেই এলাকা ও আশেপাশের কাউরই। এদিকে তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে মানুষের কাছ থেকে নানা বিভিন্ন পরীক্ষার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এদিকে যদি লাইসেন্স না থাকা অবস্থায় কোন ভূল চিকিৎসায় হতাহতের ঘটনা ঘটে তাহলে এই দায়ভার নিবে কে? তা ছাড়া কোন প্রকারের কাগজ বা অনুমোদন ছাড়া কার নির্দেশে এই হাসপাতাল আবারো খোলা কেন এটা বোধগাম্য নয় কাউর। অপর দিকে খানপুরের সাবেক ইমন ডায়াগনস্টিক সেন্টার যার বিরুদ্ধে ছিলো নানা অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথা। কিন্তু তা না হয়ে তারা দিব্যি তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে বিভিন্ন দালালদের মাধ্যমে ছলছাতুরি করে শহরের ৩শ শয্যা হাসপাতাল থেকে রোগী নিয়ে আসে। একই সাথে দালালদের মাধ্যমে রোগি এনে তাদের কাছে অতিরিক্ত টাকা আদায় করে। অন্যদিকে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা ও অভিযোগ রয়েছে ক্লিনিকগুলো যেন কসাই খানা খুলে বসেছে। তাদের কাছে বিভিন্ন রোগের পরীক্ষা করাতে গেলে অতিরিক্ত টাকা নেন। তাছাড়া গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারী না করে তাদের সিজার করার পরামর্শ দেয়া হয়। সিজারের অপারেশন করে ক্লিনিক হাসপাতাল গুলো মোটা অংকের বাণিজ্য করে আসছে।
অনেক সময় ভুল রিপোর্টের কারণে চিকিৎসার ব্যাঘাত ঘটছে। অনেকের ভুল চিকিৎসার কারণে রোগী পর্যন্ত মারা ও গিয়েছিলেন। তাদের ছিলো না ডিজি হেলথের কাগজপত্র সেই সাথে পরিবেশ দপ্তরের অনুমোদন। যাকে ঘিরে নানা সামালোচনার পর সেই ইমন ডায়াগনস্টিক সেন্টারের পরে তারা খুলেছে এখন নাম ও স্থান পরিবর্তন করে আরেকটি অবৈধ প্রতিষ্ঠান যার ও নেই কোন প্রকারের কাগজ তার নাম আহিল ডায়াগনস্টিক সেন্টার এটা ও সিভিল সার্জন বন্ধ করলে ও মালিক রবিনের নির্দেশনায় চোর-পুলিশ খেলা চালিয়ে চলছে এই আহিল।
মেডি এইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আজাদুল ইসলাম (আজম) তিনিও কাগজ ছাড়াই চালাচ্ছে ডায়াগনস্টিক সিলগালার পরেও নানা লবিংয়ে আবারো খোলা তার এই অবৈধ প্রতিষ্ঠান। অপর দিকে কাগজ ছাড়াই মিশন পাড়ায় এলাকায় ডায়াবেটিক হাসপাতাল ইউনিট-২ দেদারসে দাবড়িয়ে চলছে। অপর দিকে সিটি কর্পোরেশনের মেয়রের দোহাই দিয়ে এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালেসিস সেন্টার কাগজ ছাড়াই চালু রেখেছে কিন্তু সিভিল সার্জনের নেই কোন অভিযান।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মশিউর রহমান যুগের চিন্তাকে বলেন, অবৈধ হাসপাতালগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অবহৃত রয়েছে। আর যাদের আমরা সিলগালা করেছি তারা যদি আমাদের তোয়াক্কা না করেই চালু রাখে আমরা এটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিবো। এস.এ/জেসি
- ফতুল্লায় আলোচনার কেন্দ্রবিন্দু গিয়াসউদ্দিনের সমাবেশ
- রাজপথের আস্থার প্রতীক সাখাওয়াত-টিপু
- না.গঞ্জের পরিবহন সেক্টরের নয়া গডফাদার রানা
- অধরা রয়েছেন ওসমানদের আস্থাভাজন মামা-ভাগ্নি
- জেলা বিএনপি নিয়ে নীল নকশা
- শামীম ওসমানের নিয়মিত অর্থ যোগানদাতা শীর্ষ পাঁচ সন্ত্রাসী
- সালাউদ্দিনের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীদের দখলে ঝুট সেক্টর
- নতুন আইজিপি বাহারুল আলম ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
- সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কমিটি
- টাকা চুরির অপবাদ দিয়ে নলুয়াপাড়ায় পিটিয়ে হত্যা
- ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম
- যমুনা ডিপোতেই ভাগ্যে পরিবর্তন তেল চোর টুটুলের
- যমুনা ডিপোতেই ভাগ্যে পরিবর্তন তেল চোর টুটুলের
- আ.লীগের সেক্রেটারি পলাতক, ব্যবসা নিয়ে ব্যস্ত সভাপতি
- ভূইগড়ে পলিথিন কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
- ৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার : গবেষণা
- সবজির মূল্যে ঊর্ধ্বগতি
- না.গঞ্জে বেড়েছে ছিনতাই
- রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
- গাজীর সন্ত্রাসীরা এখন দিপু ভূঁইয়ার কর্মী : সেলিম প্রধান
- ওসমান পরিবারের দোসরদের প্রতিহত করবে যুবদলের নেতাকর্মীরাই
- ফতুল্লায় শামীম ওসমানসহ ৬৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
- পাগলায় অবাধে চলছে অবৈধ পলিথিন কারখানা
- আবারো ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, ধারণা হত্যা
- নাসিক সিইও’র নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে নগরীতে ঔষধ স্প্রে
- দুর্ধর্ষ সৈকত রাজ আতঙ্কে কুতুবাইল-কাঠেরপুলবাসী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু
- লাশের ১১ টুকরা ফেলে দেয়ার পর নিশ্চিন্তে ঘুম দেন প্রেমিকা রুমা
- খুনের ঘটনা বাড়ায় উদ্বেগ
- ওসমান পরিবারের দোসরদের প্রতিহত করবে যুবদলের নেতাকর্মীরাই
- রাগে-ক্ষোভে হত্যার পর লাশ ৭ টুকরো করেন প্রেমিকা
- দুর্ধর্ষ সৈকত রাজ আতঙ্কে কুতুবাইল-কাঠেরপুলবাসী
- ফতুল্লায় শামীম ওসমানসহ ৬৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
- গাজীর সন্ত্রাসীরা এখন দিপু ভূঁইয়ার কর্মী : সেলিম প্রধান
- সুসময়ের নৌকা প্রত্যাশীরা পলাতক
- লাশের ১১ টুকরা ফেলে দেয়ার পর নিশ্চিন্তে ঘুম দেন প্রেমিকা রুমা
- আ.লীগের সেক্রেটারি পলাতক, ব্যবসা নিয়ে ব্যস্ত সভাপতি
- লিটন-শান্তর নেতৃত্বে বন্দর থানা কৃষকদলের কমিটির অনুমোদন
- না.গঞ্জের সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার
- এক বছরে পাঠ্যবই তিনবার কিনিয়েছেন শিক্ষকরা
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, ধারণা হত্যা
- খুনের ঘটনা বাড়ায় উদ্বেগ
- শহরের যানজট নিরসনে পাঁচ সংস্থার যৌথ অভিযান ও জরিমানা
- শামীম ওসমানের নিয়মিত অর্থ যোগানদাতা শীর্ষ পাঁচ সন্ত্রাসী
- গণদাবির বিরুদ্ধে অনড় বাস মালিকরা!
- খানাখন্দে ভরা শিমরাইল-আদমজী সড়ক
- জেলা বিএনপি নিয়ে নীল নকশা
- ভূইগড়ে পলিথিন কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু
- ছোট বউ বলে শিউলিকে ডাকতেন খোরশেদ
- রেলওয়ে জায়গা মাথায় করে নিয়ে যাবে, তা হবেনা: মেয়র আইভী
- যারা খাদ্য কষ্টে ভুগবে তাদের পাশেই আমি সাধ্যমতো থাকবো: লিপি ওসমান
- খোরশেদের দস্যু রানী-চুন্নী-কলিজার টুকরা সব শিউলি
- রাত এগারটার পর উচ্চ স্বরে গান বাজানো যাবে না : ইমরান সিদ্দিকী
- হয় আপনি থাকবেন, নয় আমি থাকব : এসপি হারুন
- রেলওয়ের উচ্ছেদ : মনির হোটেলসহ বাকিদের সৌভাগ্য না দুর্ভাগ্য !
- শামীম ওসমানের সময় লাগে তাই হকারমুক্ত করেছি: এসপি হারুন (ভিডিও)
- পশ্চিম দেওভোগে যুবক খুন, আহত ৭
- এসপি জানেনই না চাষাঢ়া থেকে খানপুর রাস্তা দখল করে রাখে! :ডিসি জসিম
- দল আপনাকে আকাম করতে বলে নাই : এসপি হারুন
- ‘এসপি হারুনের ব্যানার খুললে সুইসাইড করমু’ (ভিডিও)
- ৩০ টাকা ভাড়ায় ৩০মিনিটে নারায়ণগঞ্জ টু বাইতুল মোকাররম
- আইন শিখাইয়া লাভ নাই, যা ভালো হয় তাই করবো : এসপি হারুন
- মেলা, মদের বার, থানকাপড় মার্কেট, বিআরটিসি সব ছিলো আলোচনায়