মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কার ইশারায় ডিএনডি প্রজেক্ট থেকে বাদ পড়েছে ফতুল্লা?

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

ডিএনডি এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও কার ইশারায় ডিএনডির মেঘা প্রজেক্ট থেকে বাদ রাখা হয়েছে ফতুল্লাকে? গত কয়ের বছর ধরে ফতুল্লার লালপুর, পৌষা পুকুরপাড়, টাগারের পাড়, ইসদাইর, উত্তর মাসদাইর, গাবতলীসহ বিশাল একটি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা হচ্ছে এবং দিনে দিনে এই জলাবদ্ধতার তীব্রতা বাড়ছে।

 

পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে পড়েছে যে এরই মাঝে উইসব এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে সাধারণ মানুষ। এমনকি খোদ সরকারী দলের প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একান্ত আপনজন হিসাবে পরিচিত নেতা শওকত চেয়ারম্যানও তার নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়ায় থাকছেন। তিনি তার বহুতল ভবন ত্যাগ করেছেন। এই যখন অবস্থা তখন ডিএনডি প্রজেক্টের দায়িত্বে নিয়োজিত সেনা বাহিনীর কর্মকর্তারা বলছেন এই সকল এলাকা ডিএনডি প্রজেক্টের ভেতরে নেই।

 

ফলে নারায়ণগঞ্জর সাংবাদিক মহল সহ ওইসব এলাকার জনগণের প্রশ্ন এমন গুরুত্বপূর্ণ এলাকা কেনো ডিএনডি প্রজেক্টে থাকবে না? কেনো বাদ পরলো ঘনবসতিপূর্ণ এই বিশাল এলাকা? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অনেকেই এখন বলছেন মূলত শামীম ওসমান চাননি বলেই এসব এলাকা ডিএনডি প্রজেক্টের ভেতর ঢুকানো হয়নি। সম্ভবত তিনিই প্রজেক্টে এসব এলাকাকে ঢুকতে দেননি। এখানে এসে সেনাবাহিনী কাজ করুক সেটা তিনি চাননি। যেমন চাননা এসব এলাকা সিটি করপোরেশনের আওতায় নিয়ে সিটি করপোরেশন উন্নয়ন করুক। এক কথায় এসব এলাকার উন্নয়নের দায়িত্ব নিজের হাতে রেখেছেন শামীম ওসমান এমপি। কিন্তু তিনি এটা করতে গিয়ে জনগনের ভাগ্য নিয়ে খেলেছেন।

 

এখনো বৃষ্টি আর ড্রেনের পানিতে ডুবে আছে গোটা এলাকা। ফলে এসব এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ একেবারে দিশেহারা হয়ে পরেছে। বহু মানুষ শামীম ওসমানকে অভিশাপ দিচ্ছে। এমন কি তার নিজের দলের মানুষ এখন শামীম ওসমানের ব্যর্থতার জন্য ঘরবাড়ি ছাড়া হচ্ছে। তারাও এই এমপির তীব্র সমালোচনা করছেন। অনেকে তাকে একজন হঠকারী রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করছেন। শামীম ওসমান চাইলে এসব এলাকা ডিএনডি প্রজেক্টের বাহিরে থাকবে এটা কেউই বিশ^াস করছেন না। তারা মনে করেন তাদের এমপির ভুল স্বিদ্ধান্তের চরম মূল্য দিচ্ছেন এখন তারা।
 

এই বিভাগের আরো খবর