শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩  


আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ এপ্রিল) আড়াই হাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের নিজ বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে ও কবির হোসেনের সঞ্চালনায় এবং গোলাম মোস্তফা মেম্বারের সভাপতিত্বে ইফতার দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারন সম্পাদক জুয়েল আহম্মেদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া শফু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ লিটন।

 

 

এবং আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস.এম কবির হোসেন, সানাউল্লাহ নূরী, জাবেদ আহাম্মেদ, আবেদ, আড়াইহাজার উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক খোরশেদ আরম ভূঁইয়া, ইউনুস আলী, বাচ্চু মেম্বার, বাদশা মিয়া, আবু মূসা শিরাজী, সাইফুল ইসলাম উজ্জ্বল, জিয়া সানাউল্লাহ, লিয়াকত সিকদার, আব্দুস সাত্তার, আমজাদ হোসেন, সোহেল রানা, শাহ আলম (শাহেদ), জুয়েল আহম্মেদ ভূঁইয়া, হায়াদুজ্জামান পিয়ার, শাহরিয়ার কবির রিজভীসহ প্রমুখ। এন.হুসেইন/জেসি