রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কাশিপুরে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ, আহত ১৬

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩  


ফতুল্লায় একটি পাঁচ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় ভবনের নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশার শোরুমে এ বিস্ফোরণ ঘটে।

 

 

আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- কাশিপুর এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক পল্টু (৫০), হাসান (৩০), কাউসার (২৫), রানা (৩৫), টিটু (৩৭), সাহেদা (৫৫), আলী আকবর (২৪), আতর আলী, আব্দুর রাজ্জাক (৩৯), মোরশেদা (৫৩), মিনু (৪৮) ও তাহের দেওয়ান।

 

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সাড়ে ৯টার দিকে খবর পাই। ভবনের নিচ তলায় অটোরিকশার শোরুম ছিল। এখানে প্রায় ৫০টি অটোরিকশা ছিল। যেখানে বেটারি ছিল এসিড ছিল। এ শোরুমে বিস্ফোরণ হয়েছে। ভবনের একতলা উড়ে গেছে।

 

 

ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ১০-১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কী কী কারণে বিস্ফোরণ হতে পারে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনটি ঝুঁকিপ‚র্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।

 

 

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতালের মেডিকেল কর্মকর্তা এ স কে ফরহাদ বলেন, বিস্ফোরণের ঘটনায় ১৬ জনকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে ছয়জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ মারা গেছে বলে জানা যায়নি।   এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর