সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কিশোর গ্যাং লিডার ফেরদৌস এর ফাঁসির দাবিতে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  


ব্যবসায়ীদের উপর হামলা ও চাঁদাবাজীর প্রতিবাদে কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী ফেরদৌস এর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাসদাইর বাড়ৈভোগ এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

 

 

বাধ্য হয়ে আমাদের এই আদালত প্রাঙ্গণে আসতে হয়েছে। ফেরদৌস প্রায়ই ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। সাধারণ ব্যবসায়ীদের টাকা পয়সা ও মালামাল ছিনিয়ে নেয়। আমরা তার উপর অতিষ্ঠ হয়ে, এ মানববন্ধন করতে বাধ্য হচ্ছি। ওর নামে বহু মামলা রয়েছে। এলাকার ২৮৬ জন ব্যবসায়ী ও বাড়ীওয়ালাগণ তার বিরুদ্ধে গণস্বাক্ষর করেছে।

 

 

ফেরদৌস বর্তমানে জেল হাজতে রয়েছে। কিন্তু তার বাহিনী দ্বারা এলাকাবাসীর উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আমরা এ মানববন্ধন থেকে প্রশাসনের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবী জানাচ্ছি। এছাড়াও বক্তারা বলেন, আমরা আমাদের এলাকায় নিরাপদে বসবাস করতে চাই।

 

 

কিন্তু এই কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী ফেরদৌস ও তার সহযোগীদের অত্যাচারে আমরা প্রতিনিয়ত হামলা মামলার শিকার হচ্ছি। আমরা এর প্রতিকার চেয়ে আদালতের নিকট ফেরদৌস এর বিরুদ্ধে কঠোরতম বিচার ও জামিন নামঞ্জুরের দাবি জানাই।

 

 

পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

 

 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাজীবাড়ি জুম্মা জামে মসজিদের মোতোয়াল্লি মোঃ মাসুম কাজী, তারা মুন্সি, এছাড়াও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জহির তালুকদার, হাজী মোঃ সোলায়মান হোসেন, আব্দুল মালেক, মোঃ রাশেদ, মোহাম্মদ লিটন মিয়া, বাবু মিয়া, মোঃ আকাশ আহমেদ, হীরা মিয়া, মোহাম্মদ বিজয়, রুবেল বেপারী, বাদশা মিয়া ও মনির হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর