শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

কুখ্যাত ডাকাত আজিজুল গ্রেপ্তার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

 

বন্দরে হত্যা ও ডাকাতিসহ ৭টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আজিজুল (৫৩) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত আজিজুল বন্দর থানার রামনগর এলাকার হানিফ মিয়ার ছেলে।

 

এর আগে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে বন্দর থানার ঢাকেরশ্বরী বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঢাকেরশ্বরী বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আজিজুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারকৃত ডাকাত আজিজুলের বিরুদ্ধে বন্দর থানায় ২টি হত্যা মামলা যার মামলা নং ২৮(৯)১৮ ও ১(৪)১৪ মারামারি মামলা ১(৪)১৪ ডাকাতি প্রস্তুতি ৬৩(২)১৮ ও শ্রীপুর থানার ডাকাতি ২১(৪)৭ ও সোনারগাঁ থানার ডাকাতি প্রস্তুতি ৫(২)১৩ নং মামলা রয়েছে। বন্দরে ৭ মামলার পলাতক আসামী ডাকাত আজিজুল গ্রেপ্তার। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর