কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের প্রতিবাদ সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:২৮ এএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিনের কয়েকদিন যাবত বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়, প্রতিবাদ সভা করেছেন ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ। গতকাল শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের পার্টি অফিসে এ প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় কৃষকদলের নেতাকর্মীরা বলেছেন, যারা দেশের কল্যাণে সঠিক সংবাদ সংগ্রহ করে ঐ সমস্ত ভালো সাংবাদিকদের উৎসাহিত করতে হবে এবং যারা সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব।
গিয়াসউদ্দিন সাহেবের এই আহ্বান'কে ভুল ব্যাখ্যা দিচ্ছেন কিছু সংখ্যক সাংবাদিক । প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাছির প্রধান, ৯নং ওয়ার্ডের বিএনপি সহ সভাপতি- তোফাজ্জল হোসেন, আ. লতিফ সিকদার, শাহিন, সালাউদ্দিন, জামান সহ অন্যান্য নেতাকর্মীরা। এন. হুসেইন রনী /জেসি