শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে বন্দর থানা কৃষকদলের শুভেচ্ছা

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪  

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বন্দর থানা কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি মো: লিটন। সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় করেন বন্দর থানা কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি মো: লিটন।

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সহ-সভাপতি মাহবুব হাসান জুলহাস, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান ও দফতর সম্পাদক শওকত খন্দকার। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে বন্দর থানা কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি মো: লিটন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শহীদ জিয়ার আদর্শ অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিগত সময়ে বিএনপির রাজনীতি করে আসছি। যার কারণে আমাকে বন্দর থানা কৃষকদলের গুরু দায়িত্ব দিয়ে সম্মানীত করেছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল। আজ প্রথমবারের মত আমার সাথে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় হয়।

 

এসময় তিনি আমাকে দিক নির্দেশনা দিয়ে বলেন বন্দর থানায় কৃষকদলকে এক সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী সংগঠনে রূপ দেয়ার জন্য। এছাড়া হাইব্রিড সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যকারীরা কোন ক্রমেই যেন কৃষকদলের ব্যানারকে ব্যবহার করে কোন প্রকার অপকর্ম করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আওতাধীন বন্দর থানা কৃষকদলে মোঃ লিটনকে আহ্বায়ক হাসিব হোসেন শান্তকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল।

এই বিভাগের আরো খবর