রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১

কোটা সংস্কার: না.গঞ্জে দ্বিতীয় দিনের মিছিল-সমাবেশ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

 

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ শহরে দ্বিতীয় দিনের মতো মিছিল বের করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার পৌনে একটার দিকে দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়।

 

 

মিছিলে ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়। পরে বিজয়স্তম্ভের সামনে সড়কের উপর সমাবেশে বক্তব্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।    এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর