শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

খানপুর হাসপাতাল রোডে ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত  

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  


আল্লাহর দরবারে প্রার্থনার মধ্যে দিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে খানপুর হাসপাতাল রোডে প্রতিবারের মতো এবারও ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করেন খানপুর দারুস সালাম এতিম খানার খতিব মাওলানা মো: আল-আমিন।

 

 

মোনাজাত শেষে ঈদ জামাত কমিটি সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানান। প্রথম জামাত সকাল ৭.৩০ টায় ও ২য় জামাত অনুষ্ঠিত হয় ৮.৩০ টায়। প্রথম জামাতের ইমামতি করেন দারুস সালাম এতিম খানার খতিব মাওলানা মো: আল-আমিন। ২য় ঈদ জামাতের ইমামতি করেন দারুস সালাম এতিম খানার শিক্ষক মো. ইমরান।

 

 

ইসলামী কাফেলার পরিচালনায় বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির সার্বিক তত্বাবধনে সহযোগিতায় ছিলেন, খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ, জন কল্যান সহ খানপুর সমাজ কল্যান সংস্থা। ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, ইসলামী কাফেলার সভাপতি মো.সামসুজ্জামান ভাষানী ও সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

 

 

ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, যুগ্ম আহবায়ক মো: জাহাঙ্গীর কবির পোকন, ইসলামী কাফেলার সভাপতি মো.সামসুজ্জামান ভাষানী, খানপুর ইসলামী কাফেলার সাধারন সম্পাদক মো.জসিমউদ্দিন, ঈদ জামাত কমিটির মো.শাহিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর কবির বকুল, মো: সহিদ হোসেন স্বপন, মো: সেলিম খান, মো: আসলাম, মো.মাহবুর রহমান মারুফ।    এন. হুসেইন রনী  /জেসি