শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের পথ : জিএম সাদরিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪  



সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল বলেছেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের পথ, পায় জীবন সংগ্রামের দৃঢ় মনোবল।

 

 

সব খেলাতেই জয়-পরাজয় থাকে। খেলাধুলা মানুষের মধ্যে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। জীবনকে পরিচ্ছন্ন, গতিময় ও সাবলীল করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। তাই খেলাধুলার প্রতি বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হবে। গতকাল রবিবার (১০ নভেম্বর) বিকেলে শীতলক্ষ্যা নদীর পাড় সিদ্ধিরগঞ্জ ষ্টেডিয়ামে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের আয়োজনে “৫নং ওয়ার্ড চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৪)”র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জিএম সাদরিল এ কথা বলেন।

 

 

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল ফাইনাল খেলার চ্যাম্পিয়ন সানরাইস ক্লাব দলকে পুরুস্কার তুলে দেন। ফাইনাল খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।

 

 

সর্দারপাড়া সমাজ ও পঞ্চায়েত কমিটির সেক্রেটারী জালাল উদ্দিন কলি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাহাবুব মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইব্রাহিম হাসান রাসেল’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় সেভেন স্টারকে হারিয়ে ১-০ গোলে সানরাইস ক্লাব চ্যাম্পিয়ন হয়।      এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর