শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তল্লায় বিক্ষোভ মিছিল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

 

যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একের পর এক হামলা করে গাজা নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে যেভাবে হত্যা করছে এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের হত্যা করছে আমরা চুপ করে থাকবো কেনো।

 

মুসলমানরা দুর্বল নয় তা তারা যখন জেগে উঠবে তখন কিন্তু আপনারা ঠিক থাকতে পারবেন না। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে। বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়। আমরা তাদের এ অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে বৃহত্তম ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সভা অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী হামলার প্রতিবাদে বৃহত্তম তল্লায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল করে। শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদে খানপুরে তল্লা বড় মসজিদ এলাকায় বিভিন্ন মসজিদ থেকে এসে সকলে জমায়েত হন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় ‘আল্লাহু আকবার’ ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে সমুখরিত হয়ে উঠে তল্লা এলাকা।

 

এ সময় উপস্থিত ছিলেন, তল্লা বড় জামে মসজিদ এর ইমাম মূফতি ওমর ফারুক, সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম জোনায়েদ খানপুরি, আবু বকর সিদ্দিক রাঃ জামে মসজিদ এর ইমাম মাওলানা মাহমুদুল হাসান সাগর, তল্লা ছোট মসজিদ এর ইমাম মূফতি আনোয়ার হোসেন, বাইতুল মোবারক জামে মসজিদ এর ইমাম মূফতি মোহতাছিন, হাফেজ মহিবুল্লা ও তল্লা সাধারণ পাঠাগার এর সহ-সভাপতি মাহাবুবুর রহমান স্বপন সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গরা। এস.এ/জেসি