সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২  

গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রস্তাব প্রত্যাখ্যান করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর দাবি জানান।

 

সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে সারাদেশে প্রায় ছয় লক্ষ মানুষ বেকার, দরিদ্রতার চরম সীমানায় বসবাস করছে। কিছুদিন পূর্বে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলো ৬৫০ টাকা থেকে ৯৭৫ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কম থাকা সত্বেও দেশে তেলের দাম বৃদ্ধি করা হলো।

 

কিন্তু গণমানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পায়নি। দেশে শ্রমিক শ্রেণীর বেতন বৃদ্ধি পায়নি। গাড়ি ভাড়া, বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে এবং গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া পুনরায় বৃদ্ধি পাবে। ওদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পাগলা ঘন্টির মতো বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় জীবনের শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে দৃষ্টি রাখা উচিত। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে আমাদের তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প পথ খোলা থাকবে না।’

 

আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য কুতুব উদ্দিন আহমেদ, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক বদরুল হক, আবু হাসান টিপু, বিমল কান্তি দাস, হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা অলি উদ্দিন ভূঁইয়া, মাকিদ মোস্তাকিম শিপলু, আল আমিন, হাজী রুহুল আমিন, জাহাঙ্গীর কবির পোকন, শফিকুল ইসলাম ফয়সাল।

এই বিভাগের আরো খবর