রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখা’র কারণে না.গঞ্জে পাঁচ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪ মে ২০২৩  



অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ থেকে লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল শনিবার (১৩ মে) দুপুর থেকে নারায়ণগঞ্জ সেন্ট্রার লঞ্চ ঘাটে পাঁচটি নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ।

 

 

গতকাল সরেজমিনে সেন্ট্রার লঞ্চ ঘাটে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে পাঁচটি রুটে চলাচলকারী লঞ্চগুলো সারিবদ্ধভাবে ঘাটে ভিড়ানো। লঞ্চের স্টাফ ও কর্মচারীরা অবসর সময় পার করছেন। নারায়ণগঞ্জ-চাঁদপুর, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর, নারায়ণগঞ্জ-নড়িয়া ও নারায়ণগঞ্জ-মতলব এ পাঁচটি নৌপথের ৪৪টি লঞ্চে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন।

 

 

ঘূর্ণিঝড় মোখার কারণে লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ঘাটে এসে ফেরত যাচ্ছেন। কেউ কেউ সড়ক পথে গন্তব্যে উদ্দেশে রওনা করছেন। এবিষয়ে নারায়ণগঞ্জ টু নড়িয়া নৌপথে চলাচলকারী নড়িয়া-৪ লঞ্চের স্টাফ মো. আজিজুর মিয়া বলেন, ঘূর্ণিঝড়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ চালু হবে জানা নেই। কর্তৃপক্ষ অনুমতি দিলে চালু করবো।

 

 

মতলব যাওয়ার উদ্দেশে নিঝুম বেগম নামে একজন যাত্রী জানান, ঘাটের লোকজন জানিয়েছে, আজ লঞ্চ বন্ধ। এখন সড়ক পথে যেতে হবে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য যুগের চিন্তাকে বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে হেড অফিসসহ নারায়ণগঞ্জ নদী বন্দরের কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

 

ঘূর্ণিঝড় মোকাবিলায় বাতিল করা হয়েছে সব কর্মকর্তার ছুটি। শুক্রবার সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জের সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা স্বার্থে সব বন্দরে মনিটরিং সেল গঠন করা হয়েছে।  এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর