শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

 


ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের কাঁচা বাজারগুলোতে। বাজারে প্রায় অধিকাংশ সবজির দামই গত কয়েকদিনের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। গতকাল নারায়ণগঞ্জের কাচা-সবজির পাইকারি দিগুবাবুর বাজার ঘুরে এই মূল্যবৃদ্ধির সম্পর্কে জানা গেছে।

 

 

ক্রেতারা বলছেন, ঘুর্ণিঝড়ের অযুহাত দেখিয়ে বিক্রেতারা প্রতিটি সবজির দাম ১০-১৫ টাকা বাড়িয়ে বিক্রি করছে। এদিকে বিক্রেতারা বলছেন, ঝড়ের কারনে গত রবি-সোমবার টানা বৃষ্টি হওয়ার কারনে বাজারে সবজি সরবরাহ ব্যাহত হওয়ায় প্রায় অধিকাংশ সবজির দাম বেড়েছে।    

 


এ সপ্তাহের শুরুতেই সবজির দাম কিছুটা কম ছিলো। কিন্তু বর্তমানে সেই তুলনায় ঘূর্ণিঝড়ের পরের দিন থেকে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। বাড়তি দামে বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে মানভেদে প্রতি কেজি চিচিঙ্গা ৫০-৬০ টাকা, পটল ৫০-৭০ টাকা, ধুন্দুল ৭০-৯০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, লম্বা কালো বেগুন ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৫০-৭০ টাকা, মরিচ ২০০-২২০ টাকা।

 


অপরিবর্তি দাম সবজিগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ১পিস ৩০ টাকা কেজি, বরবটি ৬০-৭০ টাকা, করলা ৭০-৮০ টাকা, ঝিঙ্গা ৬০-৭০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৫০-৭০ টাকা, ফুলকপি ৫৫-৬০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

 


এদিকে মাংসের বাজারে ঘুরে দেখা যায়, মুরগি, গরুর, খাসি কোনো মাংসের দামের তেমন কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০-২৫০ টাকায়, সোনালী ৩৫০ টাকা, সাদা কক ৩৩০-৩৪০ টাকা, লেয়ার ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা ও ছাগলের  মাংস ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা ও হাসের ডিমের ডজন ১৮০-২০০ টাকায়।

 


বিক্রেতারা বলছেন, হঠাৎ করে দাম বাড়ার কারনে তো আমাদের কোনো হাত নেই। বাজারে গত দুদিন ধরে সবজি আসে নাই। তাই দাম বেড়েছে। পাইকারি মোকাম থেকেই আমরা বাড়তি দামে কিনছি। আমাদের কি লাভ করতে হবে না। গত পরশু (সোমবার)  সারা দিন বৃষ্টি হইছে।

 

 

তাই বাজারে মাল আসতে পারে নাই। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ বাজারে সব ধরনের সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজ আবার বৃষ্টি নেই। আগামী কাল থেকে হয়তো বাজারে সবজি সরবরাহ বাড়বে। আর সবজি সরবরাহ বাড়লে দামও কমে যাবে।

 


বাজার করতে আসা গৃহিণী ফাহমিদা বেগম বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ সবজির দাম অনেকটা বাড়তি রাখছে। বাজারে আসলেই দিশেহারা হয়ে যাই। সব কিছুর দাম দিন দিন বাড়ছে। সব সবজির দাম কম হওয়া উচিত। অথচ কমার বদলে দাম আরো বাড়ছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালাতে কষ্ট হচ্ছে।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর