রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১

চোখের জলে ভাসিয়ে চলে গেল আল-আমিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

 

চোখের জলে ভাসিয়ে চিরতরে চলে গেলেন খানপুর মেইন রোডের মো. আল আমিন (৫২)। তার এই অকাল মৃত্যুতে বন্ধু মহলসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়িতে হঠাৎ আল আমিন অসুস্থ হয়ে ছেলের উপর ঢলে পরেন। দ্রুত তার স্বজনরা নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলআমিনকে মৃত ঘোষনা করেন। মুহুর্তেই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরে তার আত্মীয় স্বজনসহ বন্ধু মহলে। আলআমিন খানপুর মেইন রোড এলাকার মৃত কুটু মিয়ার পুত্র।

 

একছেলে একমেয়ের জনক আলআমিন ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার সহিদ হোসেন স্বপন, গাউস, এসএম জিল্লুর রহমান লিটন, আলহাজ্ব লোকমান আহম্মেদ, বাপ্পিনূর, সোহাগান আকতার, সেলিম, আলাল, বাদল, রোকন, শাহআলম, চঞ্চল, আকতারনুর, নুরুজ্জামানসহ অনেকে।  

 

গতকাল সকাল ১০টায় খানপুর চিলড্রেন পার্কে জানাজার নামাজ শেষে আল আমিনকে শহরের মাসদাইর কবর স্থানে দাফন করা হয়েছে।এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর