বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১

ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় ইউপি সদস্য সোহেলসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৪/৫ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে গুলিতে আহত ছাত্রলীগ নেতা কামরুল হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বাদী কামরুল হাসান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান উদয়ন এন্টারপ্রাইজে প্রবেশ করে গত শুক্রবার বিকালে পিস্তল, চাপাতি, রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

মামলায় অন্য আসামীরা হলেন, সন্ত্রাসী সোহেল মেম্বারের সহযোগি সাইফুল (২৭), মাসুদ (২৮), হাবিবুর (২৭), শান্ত (৩০), শিপন(২৪), আল আমিন (২৮) ও মোবারক (৫৫)। এদের বাড়ী উপজেলা বালিয়াপাড়া ও রূপগঞ্জের বিভিন্ন গ্রামে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর