বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

জন্মভূমি সম্পাদক জাফর আহমদের জন্মদিন আজ

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : বিশিষ্ট সাংবাদিক দৈনিক আজকের জন্মভূমির প্রকাশক ও সম্পাদক জাফর আহমদের ৬৫তম জন্মদিন আজ। ১৯৫৫ সালে ১ মার্চ শহরের মিশন পাড়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 

 

তাঁর পিতা কবি আনোয়ার আলী এবং মাতা আসমা খাতুন। ১৯৬৩ সালে তিনি মিশনপাড়া রামকানাই প্রাইমারি স্কুল থেকে শিক্ষাজীবনের হাতেখঁড়ি। ১৯৬৪ সালে তিনি নারায়ণঞ্জ বার একাডেমি স্কুলে ৩য় শ্রেণিতে ভর্তি হন এবং ১ বছর ঐ স্কুলে অধ্যয়ন করেন। পরে খুলনা মহেশ্বর পাশা কৃষ্ণ মোহন হাই স্কুলে ভর্তি হন।

 

 ১৯৬৯ সালে তিনি নারায়ণগঞ্জ হাই স্কুলে ভর্তি হন এবং ১৯৭০ সালে মেট্রিক পাস করেন। ১৯৭২ সালে তিনি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৭৫ সালে একই কলেজ থেকে বিএ পাস করেন। 

 

জাফর আহমদের ১৯৭৩ সালে তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচনে সাহিত্য সম্পাদন পদে নির্বাচন করেন। 

 

২০০২ সাল থেকে তিনি দৈনিক জন্মভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক। নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রগ্রেসিভ জার্নালিস্ট এসোসিয়েশন সিনিয়র সভাপতিসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের সাথে কাজ করছেন। বিশেষ করে তিনি পরিবেশ ও মানবাধিকার উন্নয়নে কাজ করে চলছেন। 

এই বিভাগের আরো খবর