বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

জিয়া যে চেতনার অগ্নিশিখা প্রজ্বলিত করেছেন তা আজও অম্লান: সাদরিল

এন. হুসেইন রনী

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৪  

 

রবিবার (০১ ডিসেম্বর, ২০২৪) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার  জি এম সাদরিল এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার নেতা-কর্মীদের নিয়ে; শহীদ প্রেসিডেন্ট  ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান এর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

 

এ সময় জি এম সাদরিল বলেন, ‘জনগণের নেতা জিয়াউর রহমান। যিনি জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি জাতীয় সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাঁকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাঁর অনবদ্য অবদানের কথা জাতি কোনো দিন ভুলবে না। জিয়া যে চেতনার অগ্নিশিখা প্রজ্বলিত করেছেন তা আজও অম্লান।

 

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, জিয়ার সে চেতনাকে সমুন্নত রেখে দেশের কল্যাণে কাজ করে যাবো। এতে যত বাধা-বিপত্তি আসুক না কেন; আমরা দেশ রক্ষায় অকুতোভয় বীরের মতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।’ সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান এর মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর; এ কথাগুলো বলেন তিনি।  

 

 

জিয়াউর রহমানের স্মৃতিসৌধে  শ্রদ্ধা নিবেদনকালে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ ও সাধারন সম্পাদক ইশরাক হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শামা ওবায়েদ, ইশরাক হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সাদরিল  বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের নিয়ে  শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। 

এই বিভাগের আরো খবর