সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

টানা বৃষ্টিতেও শহরে জলাবদ্ধতা, এক ঘন্টায় নিরসন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

নারায়ণগঞ্জ শহরের সড়কে জমা পানি সরে গেছে মাত্র এক ঘন্টার ব্যবধানে।

নারায়ণগঞ্জ শহরের সড়কে জমা পানি সরে গেছে মাত্র এক ঘন্টার ব্যবধানে।

নিম্নচাপের প্রভাবে টানা দুইদিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জ শহরের সড়কে জমা পানি সরে গেছে মাত্র এক ঘন্টার ব্যবধানে। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ছয়টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কের দুই পাশে ছিল পানিতে থৈ থৈ। তবে টানা বৃষ্টি কমে আসাতে পানিও নামতে শুরু করে।

 

সাতটার দিকে পানি সরে যায়। দূর হয় জলাবদ্ধতা। জানা যায়, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে গত দুইদিন যাবৎ নারায়ণগঞ্জ শহরে টানা বৃষ্টি। রোববার তেমন বৃষ্টির মাত্রা কম থাকাতে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে তেমন পানি জমেনি। তবে রোববার দিবাগত রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত টানা ভারী বর্ষনে বঙ্গবন্ধু সড়কের দুই পাশে পানি জমে যায়। তবে বৃষ্টির মাত্রা কমে আসার সাথে সাথে পানি সরে যেতে থাকে।

 

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া অংশে অধিক পানি জমে ছিল। এমন অবস্থায় পানি মাড়িয়ে রাস্তায় চলতে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা কমতে শুরু করলে পানিও ড্রেন দিয়ে নামতে শুরু করে। রাত দশটার দিকে চাষাঢ়ার যেসব স্থানের দুই পাশের সড়কই পানিতে ডোবা অবস্থায় ছিল তা আর দেখা যায়নি। পানি সরে গেছে। নগরীর সুয়ারোজ সিস্টেম উন্নতমানের হওয়ার কারণে অল্প সময়েই পানি সরে যেতে গেছে। এদিকে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কয়েকটি এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

টানা বর্ষণে অনেকের বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। ফসলি জমি তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চলাচলের সড়কেও। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কর্মস্থলে আসা-যাওয়াতে দুর্ভোগের শিকার হয়েছেন শ্রমিকরা। তবে বিপরীত চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের সড়কগুলোতে। দিনের অনেকটা সময় শহরের সড়কগুলোতে জলাবদ্ধতা থাকলেও অল্প সময়ের মধ্যেই তা সরে গেছে।

এই বিভাগের আরো খবর