সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

 

ফতুল্লায় ট্রাকচাপায় মনির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাত ১১টায় ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (৩৫) ফতুল্লার ধর্মগঞ্জ নবীনগর এলাকার লবী কোটারীর ছেলে।

 

স্থানীয়রা জানান, মনির হোসেন ঢাকা থেকে নারায়ণগঞ্জে মোটরসাইকেল চালিয়ে আসছিল। এ সময় অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ বলেন, অজ্ঞাত ট্রাকের সন্ধান করা হচ্ছে। সেই সাথে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এই বিভাগের আরো খবর