রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সয়লাব ফিটনেসবিহীন গাড়ি

এম সুলতান

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

 



নারায়ণগঞ্জ শহর ছিলো ফাঁকা কোথাও ছিলো না তেমন যানজট তাতে শহরবাসী খুশি। মানববন্ধনে কমলো মৌমিতা পরিবহন তবে কমেনি এখনো অবৈধ ফিটনেসবিহীন পরিবহনের সংখ্যা। ট্রাফিক পুলিশের সামনে চলছে রাজার মত করে পুলিশ যেমন চোখে দেখেও না দেখার মত করেই তাকিয়ে আছে।

 

 

অবৈধ ফিটনেস বিহীন পরিবহনের বন্ধের দাবিতে চাষাড়া শহীদ মিনারে সামনে গত শনিবার মানববন্ধন করে আমরা নারায়ণগঞ্জবাসী। তার পরেই যেমন চমক দেখালেন সৌমিতা পরিবহন এতদিন সকলে মুখে মুখে বললেও কাজে ছিলো না। এক রাতেই যেমন হাওয়া হয়ে গেলো বেশিরভাগ বাস।

 

 

শুধু মৌমিতা কমেছে কিন্তু অন্য সকল ধরণের বাস কারো কথা না শুনেই চলছে যেমন তাদের থামানোর কেউ নাই। সরেজমিনে দেখা যায়, মৌমিতা, হিমাচল, আল্লাহ ভরাসা, দুরন্ত, বন্ধু পরিবহন, বাঁধন পরিবহন ও মদিনার পথে পরিবহনের ব্যানারে চলাচলরত অধিকাংশ বাসের রুট পারমিট, টেক্সটোকেন, ইনস্যুরেন্স ও ফিটনেস সাটিফিকেট নেই।

 

 

প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে প্রভাবশালীদের ছত্রছায়ায় গাড়িগুলো চলছে। নগরীর সড়কে প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে ট্রাফিক আইন। যানবাহনের মালিকেরা ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অদক্ষ ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের হাতে গাড়ি তুলে দিচ্ছেন। ফলে যাত্রীদের নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে প্রতিনিয়ত।

 

 

যানবাহনের ত্রুটি ও লাইসেন্স সংক্রান্ত সকল বিষয় দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের হলেও দায়িত্ব নিয়ে চলছে অবহেলা। নারায়ণগঞ্জে অবৈধ পরিবহনের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। রুট পারমিট নেই, নেই ফিটনেস। তবুও এসব পরিবহন চলছে। প্রয়োজনীয় কাগজ পত্র বিহীন লক্করঝক্কর গাড়ি সড়কে দিব্বি চলাচল করলেও দেখার যেন কেউ নেই।

 

 

এবিষয়ে নারায়ণগগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সোহান সরকার বলেন,  আমরা সব সময় চেষ্টা করছি এটা তো নিয়মিতভাবে যাদের কাগজ ও ফিটনেজ নাই তাদের মামলা দেওয়া হচ্ছে এটা আমাদের চলমান রয়েছে। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর