রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১  

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন আওতাধীন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ বাল্কহেড ট্রলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় নৌপথে বাল্কহেড, ট্রলার দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ভাড়া বৃদ্ধি করা এবং নৌপথে ডাকাতি, সন্ত্রাস এবং কথিত টোলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে গিয়ে শেষ হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, সারাদেশে করোনা মহামারির মধ্যে একমাত্র নৌপথের শ্রমিক কর্মচারীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে পণ্য পরিবহন করে দেশকে সচল রেখেছেন। কিন্তু আকস্মিক তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌযান মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নৌযান বন্ধ রেখে আর্তচিৎকার করছেন। যদি তেলের মূল্য না কমানো হয় তাহলে আমরা আশঙ্কা করছি সারাদেশে অসংখ্য নৌযান বন্ধ হয়ে স্ক্র্যাবে পরিণত হবে।

 

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ প্রধান, সহ-সভাপতি এস এম মনজুর আহমেদ, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন ও সহ-সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর