বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

ডিস ব্যবসায়ীদের জিকু খানের হুমকি

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪  

# অভিযোগ পেয়েছি, সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে : কোয়াব সভাপতি 

 

নারায়ণগঞ্জের ডিসব্যবসাকে নিয়ন্ত্রণে নিতে ক্যাবল অপারেটরদের সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ভাই জিকু খান হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসা করতে হলে ক্যাবল অপারেটরদের ‘ইসতু ক্যাবল’ এর থেকে অবৈধ পাইরেসি সংযোগ নেয়ার জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। সূত্র জানিয়েছে, আমলাড়ার কেবি সাহা রোডের মোশারফ হোসেন সোহেল এবং দেওভোগের আকরাম প্রধান এই দুইজন মিলে জাকির খানের ভাই জিকু খানকে দিয়ে বৈধ ক্যাবল অপারেটরদের এই হুমকি দিয়েছেন। তারা দেওভাগে সাবেক নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ি সংলগ্ন পৌরসভা মার্কেটে অফিস নিয়েছেন।

 

সেই অফিসে ক্যাবল অপারেটরদের লাইন চালাতে হলে যোগাযোগের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আমলাপাড়ার মোশারফ হোসেন সোহেল চিহ্নিত ক্যাবল পাইরেসি চক্রের অন্যতম হোতা বলে জানিয়েছে সূত্র। দীর্ঘদিন ধরে পাইরেসি করছে এই মোশারফ। ডাউনলিংক করে পাইরেসি করার সময় এরআগেও তারবিরুদ্ধে অভিযান চালিয়েছিল প্রশাসন। আর আকরাম প্রধান পরিবহন চাঁদাবাজ হিসেবে কুখ্যাতি রয়েছে। 

 

 

সূত্র জানায়,  প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে কুখ্যাত আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা পরিচালনা করতো পাইরেসির হোতা মোশারফ হোসেন সোহেল।  বৈষম্যবিরোধী আন্দোলনের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার মুখোশ বদলে বিএনপি নেতা জাকির খানের ভাই জিকু খানের দ্বারস্থ হয় সোহেল। জিকু খানকে দিয়ে আমলাপাড়ার মোশারফ হোসেন সোহেল এবং দেওভোগের আকরাম প্রধান এলাকাভিত্তিক ফিড অপরাটেরদের হুমকি দিচ্ছেন এবং বলছেন ‘ইসতু ক্যাবল’ থেকে অবৈধ সংযোগ গ্রহণ না করলে এবং মাসিক চাঁদা না দিলে কেউ ব্যবসা করতে পারবেনা। ব্যবসায়ীরা বলছেন, ‘ইসতু ক্যাবল’ এর কোন বৈধ লাইসেন্স নেই। নিজেদের বৈধ লাইসেন্স ছেড়ে কি কারণে পাইরেসি লাইন নিয়ে তারা ব্যবসা করে চাঁদা দিবেন। বিষয়টি তারা অভিযোগ আকারে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (কোয়াব) এ জানিয়েছেন। 

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল যুগের চিন্তাকে বলেন, বৈধ অপারেটরদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। তাছাড়া সেখানে অবৈধভাবে পাইরেসি করে সংযোগ দেয়া হচ্ছে বলে খবর পেয়েছি।  আমরা এব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। প্রাথমিকভাবে আমরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে বিষয়টি অবগত করবো। এছাড়া মাননীয় তথ্য উপদেষ্টার কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জাানাবো। সেখানকার বৈধ ক্যাবল অপারেটররা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে এবং তাদের নিরাপত্তা দেয়ার বিষয়টি আমরা মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো। 
 

এই বিভাগের আরো খবর