বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ডিসি এসপির সাথে টেলিভিশন জার্নালিষ্ট এসো: এর সৌজন্য সাক্ষাত 

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ সৌজন্য স্বাক্ষাত করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং পুলিশ সুপার জায়েদুল আলমের সাথে। এসময় নব নির্বাচিত নেতৃবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান।

 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাক্ষাৎ করতে আসা টিভি জার্নালিষ্টদের উদ্দ্যেশে বলেন বর্তমান সময়ে টেলিভিশন সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং। মানুষ প্রতি মুহুর্তের সংবাদ দ্রুত সময়ের মধ্যে জানতে চায়। তিনি বলেন ঢাকার পাশে হওয়ায় নারায়নগঞ্জের সাংবাদিকদের অনেক প্রতিযোগিতার  মধ্যে চলতে হয়। এই প্রতিযোগিতার মধ্যে অনেক বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে থাকে। তিনি বলেন প্রশাসন কিংবা অন্যান্য অনেক ক্ষেত্রে নেতিভাচক সংবাদ থাকতে পারে।সমাজের ক্ষতি হয় এমন নেতিভাচক সংবাদ প্রকৃতভাবে যাচাই বাচাই করে প্রচার না  করার জন্য আহবান জানান।

 

মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময় একথা বলেন। এ সময় তিনি সকল সাংবাদিকদের বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের সাথে ইতিময় নারায়নগহ্জের ভাবধারা তুলে ধরার আহবান জানান।

 


এদিকে দুপুর বারোটায় পুলিশ সুপার জায়েদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এসাসিয়েশসের কর্মকর্তা ও সদস্যরা।এসময় পুলিশ সুপার জায়েদুল আলম সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেনপুলিশ প্রশাসন মনে করে টেলিভিশন সাংবাদিকরা বস্তনিষাট সংবাদ পরিবেশণ করেবেন যাতে সমাজের উপকার এবং কল্যাণ হয়।

 

তিনি বলেন, আপনারা প্রত্যন্ত এলাকা থেকে সংবাদ সংগ্রহ করে তার পজেটিভ কিংবা নেগেটিভ যাই হোক না কেন তা তুলে ধরতে হবে। তিনি বলেন বর্তমান করোনা কালীন পরিস্থিতিতি নারায়নগঞ্জের টেলিভিশন সাংবাদিকরা পুলিশ এবং প্রশাসনের পাশে থেকে যেভাবে কাজ করেছে তা প্রশংসার দাবীদার। নারায়নগঞ্জকে একটি পরিচ্ছন্ন নগরী তৈরী করতে হলে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন চাঁনমারী বস্তি উচ্ছেদ করা ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জ। পুলিশ সেটা করতে পেরেছে। তিনি বলেন শহরে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কারো ছাড় দেয়া হবেনা।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক শওকত আলী সৈকত. আহসান সাদিক শাওন, দিলীপ মন্ডল ,আফজাল হোসেন পন্টি, হাসানুল রাকিব, প্রনব রায়, পাপ্পু ভট্রাচার্য, তাপস সাহা, নারায়নগঞ্জ ফটো জার্নালিষ্ট এসাসিয়েশনের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, আজমীর হোসেন, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান নুর, জাহাঙ্গীর আলম হানিফ, আল আমিন, সোহেল কিরন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর