শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

ডিসির সাথে ভলান্টিয়ার অফ নারায়নগঞ্জের সৌজন্য সাক্ষাৎ

ইফতি মাহমুদ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  


ভলান্টিয়ার অফ নারায়নগঞ্জের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মাহমুদুল হকের সাথে জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। 


বৃহস্পতিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভলান্টিয়ার অফ নারায়নগঞ্জের প্রতিনিধি হিসেবে সৌজন্য সাক্ষাৎ করতে যান নাসির উদ্দিন শুভ, ফাহাদ খান, ইফতি খান। এসময় ভলান্টিয়ার অফ নারায়নগঞ্জের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। 

 

এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ১/ ঢাকা-নারায়ণগঞ্জ এর বাস ভাড়া কমানো ২/ শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ৩/ চাঁদাবাজি সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ ৪/ মাদক নির্মূল করা। তাদের এই দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ভলান্টিয়ার অফ নারায়নগঞ্জের প্রতিনিধিদের এই দাবিগুলো কার্যকর করার আশ্বস্ত করেন। এছাড়াও নারায়ণগঞ্জ পুলিশ সদস্যদের সাথেও ভলান্টিয়ার অফ নারায়নগঞ্জের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। 
 

এই বিভাগের আরো খবর