রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

তবে, সেটা অবশ্যই নতুন টাকা হতে হবে : শাহেদ

প্রকাশিত: ১৪ জুন ২০১৮   আপডেট: ১৪ জুন ২০১৮

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : অনেকের মতে বিএনপি তার ইতিহাসে সবচেয়ে দুঃসময় পার করছে। গত প্রায় ২ যুগ হলো দলটি ক্ষমতার বাইরে। দলের সভানেত্রী কারাগারে বন্দী। নেতারাও হামলা মামলায় বিপর্যস্ত। এমন অবস্থায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক নেতারা বলছেন, দেশ স্বৈরতান্ত্রিক কায়দায় চলছে।

 

যেখানে দেশের কোন মানুষের জীবনের নিরাপত্তা নেই। বলছেন গণতন্ত্রপুনরুদ্ধারে এবার গড়ে তুলতে হবে গণআন্দোলন। দলের এই ক্রান্তিলগ্নে যখন কারো উপড় ভরসা রাখাটাই দুস্কর তখন ঠিকই অগ্রজ নেত্রীত্বের কাছে ভরসার নাম ছাত্রনেতা ‘শাহেদ আহমেদ’। যার ফল স্বরুপ সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। উদীয়মান এই ছাত্র নেতা কথা বলেছেন যুগের চিন্তা ২৪ এর ঈদ আড্ডায়।

 

জানিয়েছেন ঈদ নিয়ে তার অজানা অনেক গল্প। যুগের চিন্তা ২৪ এর পাঠকদের জন্য তুলে দেয়া হলো সেই আড্ডার অংশ বিশেষ।

যুগের চিন্তা: কেমন আছেন?

এমন রাজনৈতিক পরিস্থিতিতে ভাল থাকার সুযোগ নেই। তবুও বলতে হয় আলহামদুল্লিাহ!

যুগের চিন্তা: ঈদ আনন্দের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আপনি কোন দলের সমর্থক ?

আমি ফুটবল খুব পছন্দ করি। পারিবারিকভাবেই আর্জেন্টিনার সাপোর্টার। প্রিয় খেলোয়ার মেসি । অন্য কোন অপশনই নাই।

যুগের চিন্তা: ঈদ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি?

অবশ্যই ধর্মীয় দিক থেকে শ্রেষ্ঠ উৎসব। তবে এবার নেত্রী জেলে থাকার কারনে সেটা আর উৎসব হিসেবে পালন করতে পারছি না।

যুগের চিন্তা: ঈদ কোথায়, কিভাবে কাটাবেন বলে স্থির করেছেন?

সবকিছু ঠিকঠাক থাকলে নারায়ণগঞ্জেই কাটবে আশা করি। অনেক ক্লান্ত, নামাজ শেষে বাকি দিনটা ঘুমিয়ে কাটাবো। এরবাইরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবো। নেত্রী কারাগারে এখন আর ঈদ উদযাপনের উপায় নেই।

যুগের চিন্তা: ঈদের প্রিয় খাবার?

(হাসি) অবশ্যই মায়ের হাতের সেমাই।

যুগের চিন্তা: পরিবারের সঙ্গে ঈদ উদযাপন নিয়ে আলাদা কোন পরিকল্পনা করেছেন?

পরিবার নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। পরিবারই আমাকে নিয়ে পরিকল্পনা করছে কতটুকে নিরাপদে রাখা যায়। পরিবার বলতে বলতে আমার বাপ মা ভাই বোন।

যুগের চিন্তা: পরিবার ছাড়া ঈদ উদযাপনের স্মৃতি থাকলে সেটা বলুন।

হ্যা দুইবার পরিবার ছাড়া ঈদ করেছি। তখন পলাতক ছিলাম। পরিবার ছাড়া ঈদ মানে নামাজ শেষ করে সারাদিন ঘুমিয়ে কাটানো। বুঝতেই পারছেন কেমন কাটে।

যুগের চিন্তা: চলুন শৈশবে চলে যাই। শৈশবের ঈদ উদযাপন নিয়ে বলুন।

শৈশবে ঈদ মানেই নতুন জামা কাপড়। ঈদের আগের দিন নতুন চাঁদ দেখা নিয়ে কাজিনদের সাথে অনেক মজা হতো। সেই দিনগুলো খুব সুখকর ছিল। আর সালামিতে যতো টাকাই পাই তাতে সমস্যা নেই। তবে সেটা অবশ্যই নতুন টাকা হতে হবে।

যুগের চিন্তা: ঈদের কোন মজার স্মৃতি যা যুগের চিন্তার পাঠকদের সঙ্গে শেয়ার করা যায়।

রুপগঞ্জ আমার দাদা বাড়ি। তখন আমরা ঈদে আতশবাজি ফুটাতাম। একবার চাঁদরাতে আমার এক দাদার দড়জায় আতশ বাজি ফুটাই। বৃদ্ধ মানুষ, ওনিতো ভয়ে চিৎকার চেচামেচি শুরু করলেন। ওনার চিৎকার শুনে পুরো গ্রামের মানুষ জেগে উঠে। কি যে হই হুল্লোর চিৎকার চেচামেচি! আসলে তিনি ঘুমিয়ে ছিলেন, প্রচন্ড আওয়াজ শুনে ভয়ে চিৎকার দিয়ে উঠেন।

যুগের চিন্তা: ঈদের পরের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।

নতুন দায়িত্ব পেয়েছি। প্রধান পরিকল্পনা হচ্ছে সংগঠনকে সু সংগঠিত করা। তার বাইরে কেন্দ্র ঘোষিত কর্মসূচীগুলোতে সক্রিয়তার সঙ্গে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকবো। অন্যকোন পরিকল্পনা শেয়ার করার অনুমতি নেই(হাসি)। ধন্যবাদ, যুগের চিন্তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। যুগের চিন্তার পাঠকদের প্রতিও ঈদের শুভেচ্ছা রইল।

এই বিভাগের আরো খবর