শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৪ ১৪৩১

তল্লায় মুক্তিযোদ্ধা ও সাধারণ পাঠাগারের আয়োজনে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  



বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সতীর্থজনদের মাগফিরাত ও সুস্বাস্থ্য কামনায় “মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সিয়াম সাধনার ভূমিকা”-শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১এপ্রিল) বাদ আছর তল্লা রোড এলাকায় সাধারণ পাঠাগার এর আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

 

সাধারণ পাঠাগারের সভাপতি মঈন আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুমফিল্ড ইন্টারন্যাশনার স্কুল এন্ড কলেজের পরিচালক স্থপতি মো.আমিনুর ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড.নুরুল হুদা, জামাল হোসেন, আনোয়ার হোসেন সহ ফতুল্লা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড ও নাসিক ১১নং ওয়ার্ডের সকল মুক্তিযোদ্ধা।

 

 

 

এসময় আলোচনা সভায় বক্তব্যে বক্তরা বলেন, নাসিক ১১নং ওয়ার্ড ও ফতুল্লা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের বসার জন্য মুক্তিযোদ্ধা সংসদ তৈরী হচ্ছে, এটি আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান মডেল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ তার নিজ অর্থায়রে নির্মাণ কাজ চলছে। এ কাজটি পরিচালনা করছেন মনির হোসেন ও সার্বিক তত্ত্বাবধায়নে দায়িত্ব পালণ করছেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান। আমরা তাদের জন্য এই মুক্তিযোদ্ধা সংসদ পেয়েছি।

 

 

এসময় দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে যারা শহীদ হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও সকল বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জের কৃতি সন্তান মডেল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ সহ তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এন.হুসেইন/জেসি