‘তামিম ইকবাল শুধু একটি নাম নয়,কোটি প্রানের অনুপ্রেরণাও’
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৪ পিএম
খেলাধূলা ডেস্ক (যুগের চিন্তা ২৪) : শনিবার রাতে ভাঙা কব্জি নিয়ে ব্যাট করতে নেমে অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন তামিম ইকবাল। দলের প্রতি আন্তরিকতা ও আত্মনিবেদনের উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে কব্জিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তামিম, পরে আবার ফিরে আসেন ৪৭তম ওভারের শেষ বলে।
বাঁ হাতে তখনো প্লাস্টার। ব্যাটিং গ্লাভস কেটেই তামিম হাত গলিয়ে দেন তার ভেতরে। তামিমের এই কীর্তিতে সাড়া পড়ে যায় বিশ্ব ক্রিকেটে। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা প্রশংসায় ভাসান তামিমকে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও ম্যাচের পরে পুরস্কার বিতরণী ও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভূয়সী প্রশংসা করেন তার।
শুধু এটুকুতেই থামেননি মাশরাফি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে আখ্যা দিয়েছেন ‘বড় অনুপ্রেরণার নাম’ হিসেবে। নিজের ফেসবুক পাতায় মাশরাফি লিখেন,
‘দেশের জন্য তামিমের এমন দৃষ্টান্ত মানুষ কখনও ভুলবে না।
এখন একটা নাম না, তামিম এখন একটা অনুপ্রেরণা। বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ল ঠিক তখনি হাল ধরেন মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহমান ও মিঠুন। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ পায় বড় সংগ্রহ। মুশিকে অভিনন্দন ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলার জন্য।
বিশেষ ধন্যবাদ দুবাইয়ে প্রবাসী বাংলাদেশীদের, যারা আমাদের এতো ভালবাসা দিয়েছে তাদের সর্মথনের মাধ্যমে। আমার দেশের সকলের প্রতি রইল আমাদের অনেক ভালবাসা। আমরা চেষ্টা করব আরও ভাল খেলে আপনাদের ভাল কিছু উপহার দিতে।’