রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

তিনদিন পর ক্যামব্রিয়ান স্কুলের আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

 

পিকনিকে গিয়ে চাঁদপুরে মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুসমিত সাহার (১৫) লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এর আগে, রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে লাশটি ভেসে ওঠে। সুস্মিত সাহা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রূপায়ন টাউন এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুধাংশু সাহা। এক ভাই ও এক বোনের মধ্যে সুস্মিত বড়।

 

বিষযটি নিশ্চিত করে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, আজ সকালে মেঘনা নদী হতে সুসমিত সাহার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মোহনপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সুস্মিতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বাবা লাশ নিতে এসেছেন।

 

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি দুপুওে  মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্রে বনভোজনে আসে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ওই পর্যটনকেন্দ্র এলাকার পাশে মেঘনায় সাঁতার কাটতে নেমে দুই শিক্ষার্থী ডুবে যায়। এর মধ্যে শাহরিয়ার ইসতিহাক ওরফে শামস (১৬) নামের এক শিক্ষার্থীর লাশ কিছু পরেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে সুস্মিত সাহা নিখোঁজ ছিল।

এই বিভাগের আরো খবর