বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ত্বকী ও করোনায় নিহতদের স্মরণে ৮ আগষ্ট আলোকপ্রজ্বালন

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৬ আগস্ট ২০২১  

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০১ মাস উপলক্ষে আগামী ৮ আগষ্ট ২০২১ রবিবার সন্ধ্যা সাতটায় ত্বকী, রাষ্ট্র সহ সকল দুর্বৃত্তদের হাতে নিহত ও সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে নিহতদের স্মরণে আলোকপ্রজ্বালন অনুষ্ঠিত হবে। করোনার বর্তমান বাস্তবতায় ঐ দিন যার যার অবস্থানে থেকে সংস্কৃতি, রাজনীতি, মানবাধিকার ও সমাজ কর্মীবৃন্দ একযোগে আলো হাতে এ কর্মসূচির সাথে অংশগ্রহণ করবেন। 

 


বাংলাদেশ সহ সারাবিশ্ব এখন ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রতিদিন হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন। জীবন ও জীবিকার দ্ব›েদ্ব বিপর্যস্ত সাধারণ মানুষ। মানবসভ্যতার ইতিহাসে এ এক ভয়াবহ বিপর্যয়। এই তীব্র-সংকটেও অতিমারীকে পূঁজি করে লুটপাট অব্যাহত রেখেছে কতিপয় দুর্বৃত্ত।

 


২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করে নারায়ণগঞ্জের চিহ্নিত ঘাতকচক্র। এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র‌্যাব হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানিয়ে দেয়। অথচ আজকে ১০১ মাস অতিবাহিত হলেও সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে এ হত্যার বিচার-প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।

 


আমরা বিচারহনিতার এ সংস্কৃতির চিরতরে অবসান চাই, রাষ্ট্রীয় ছত্রছায়ায় সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান চাই, ত্বকী সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা চাই।
 

এই বিভাগের আরো খবর