মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দূর্ভোগের জন্য ক্ষমা চাইলেন শামীম ওসমান

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৫ জুলাই ২০২১  

ফতুল্লার জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে অবশেষে আগামী রোববার নারায়ণগঞ্জে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মন্ত্রী নিজেই সংসদ সদস্য শামীম ওসমানের মোবাইলে বক্তৃতা দেয়ার সময় এই কথা বলেন। শামীম ওসমান তাকে নারায়ণগঞ্জে আসার জন্য আহবান জানান। 

 

গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে ডিএনডি প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের কাজ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে সংসদ সদস্য শামীম ওসমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় ফতুল্লার ইসদাইর, গাবতলী, টাগারের পাড়ের ভয়াবহ জলাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়। শামীম ওসমান এসব এলাকার জনগণের দুর্ভোগের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সভায় ডিএনডি প্রজেক্টের কাজে নিয়োজিত সেনা বাহিনীর সদস্যরা ডিএনডি এলাকার বর্তমান অবস্থা তুলে ধরেন।

 

সভায় সেনা প্রতিনিধি জানান ফতুল্লার ইসদাইর, লালপুর এলাকাটি ডিএনডি প্রজেক্টের ভেতরে নেই। তার পরেও তারা ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন বলে জানান। তারা কি করলে ইসদাইর, গাবতলী, টাগারেরপাড় ও লালপুর সহ আশপাশের এলাকার পানি সড়বে এ বিষয়ে একটি স্ক্যাচ বা ম্যাপ প্রদর্শন করেন। তারা এসব এলাকার পানি নিস্কাশনে সহায়তা করার আশ্বাস দেন। এদিকে শামীম ওসমান তার বক্তৃতায় বলেন আগামী রোববার মন্ত্রী আসছেন। তাই মন্ত্রী আসার আগেই যাতে ডিএনডি এলাকার পানি নেমে যায় সেই ব্যাবস্থা করতে হবে। তিনি জলাবদ্ধতায় কষ্ট পাওয়ার জন্য এলাকার জনপ্রতিনিধি হিসাবে জনগণের কাছে ক্ষমা চান। তিনি পরিষ্কার ভাষায় বলেন, মানুষ আশা করেছিলো দুই বছরের মধ্যে তাদের এলাকার জলাবদ্ধতা থাকবে না। কিন্তু চার বছর ধরে তাদের দুর্ভোগ হচ্ছে। 

 

তাই আমি মনে করি এলাকার এমপি হিসাবে আমি ব্যর্থ হয়েছি। তাই আমি তাদের কাছে ক্ষমা চাইছি। এ সময় এমপি আরো বলেন, আমরা আগামী বছর আর জলাবদ্ধতা দেখতে চাইনা। তিনি জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন এই জলাবদ্ধতা দূর করার জন্য, এলজিইডি, সড়ক ও জনপদ, রেলওয়ে, সিটি করপোরেশন সহ সবার সাথে সমন্বয় করতে হবে। এলাকায় গড়ে তুলতে হবে ব্যাপক ড্রেনেজ ব্যবস্থা। আশা করি খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে। এই সময় এমপি উপস্থিত সেনাবাহিনীর প্রতিনিধিদের বলেন যেখানে উচ্ছেদ করতে হবে সেখানে শক্ত হাতে উচ্ছেদ করুন। তিনি ডিএনডির কাজে নিয়োজিত সেনা বাহিনীকে ইসদাইর ও লালপুরের জলাবদ্ধতা দূর করার জন্য দিক-নির্দেশনা দেন। তবে তার পরেও প্রশ্ন থাকে এবার এই সমস্যার সমাধান হবেতো? 

 

গতকাল এই সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত চেয়ারম্যান, এনায়েতনগরের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লার চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এবং কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। 

এই বিভাগের আরো খবর