রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দেওভোগ বোয়ালীখালে প্রকাশ্য ছুরিকাঘাতে যুবক খুন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ জুলাই ২০২৩  


দেওভোগের বোয়ালীখাল এলাকায় মো. নয়ন (১৭)  নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।  নিহত যুবক গলাচিপা পোড়াবাড়ি এলাকার মো. জালাল শিকদারের ছেলে। নয়ন আইয়ুব আলী মিয়ার বাড়ির নিচতলার ভাড়াটিয়া। আহত কিশোরকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 


নিহতের পিতা জালাল শিকদার জানান, রাত ৮টায় কয়েকজন যুবক ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে আঘাত করে। পরে নয়নকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই ও খুনীদের শাস্তি চাই। এরআগে তিনি নয়নের মা ও বোনের বরাত দিয়ে জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি বাড়ি আসার জন্য ডেকে আসছি, আমাকে বলছে আমি বন্ধুদের সাথে গুলি খেলছি তাই আমি চলে আসছি বাসায়।

 

 

তার কিছুক্ষণ পরে আমাকে দুইটা ছেলে বাসায় এসে বলছে আপনার ছেলেকে মারধর করছে আপনি তারাতারি আসেন। আমি গিয়ে দেখি আমার ছেলেকে শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখেছে। আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছি আর ডাক্তার বলছে আমার নয়ন মারা গেছে।

 


নিহত নয়নের মা আহাজারি করে জানান, স্থানীয় কিশোর জয়ের সাথে চলাফেরা করতো নয়ন। তার সাথে চলাফেরা করতে গিয়েই আমার ছেলে আজ এভাবে মরলো। আমার ছেলেকে চাক্কু মারার পর দুইটা ছেলে এসে আমাকে ডেকে নিয়ে গেছে। এরআগে আমার ছেলেকে যে বাসা থেকে ডেকে নিয়েছে তাকে আমি দেখলে চিনতে পারবো। আমি শুনেছি, আমার ছেলেসহ তারা গেমস খেলতেছিল এর মধ্যে কয়েকজন এসে তাকে চাকু মেরেছে।

 


স্থানীয়রা জানান, রাত ৭টায় ১৫/২০জন যুবক ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে নয়নকে আঘাত করে। কিশোরগ্যাংয়ের সদস্যরা হঠাৎ করে গলাচিপার দিক থেকে একদল আসে পরে বোয়ালিয়াখালে এঘটনা ঘটায়।

 


এদিকে খবর পেয়ে সদর থানা ও ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া জানান, বোয়ালিয়া খালের সামনের রাস্তার পাশে বালির রাখার স্থানে নিহতের কানের নিচে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

 

 

স্থানীয় একটি ছেলে রক্তাক্তবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।  তবে কেনো, কি কারনে এবং কারা এ হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।  এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর